Friday, 30 April 2021

"একগুচ্ছ কদম এবং অভিমানী প্রেমিকা"


সম্ভব হলে তোমার কথা
কোনো এক অলস দুপুরে ভাববো প্রিয়,
তুমি না হয় আমায় একগুচ্ছ কদম
উপহার হিসেবে দিয়ো।
আমি অভিমান এর সকল পাঠ চুকিয়ে ,
অশ্রুস্নাত চোখে তাকিয়ে দেখবো তোমার হাসি,
তুমি বলবে,
তপ্ত দুপুর ,এখন না হয় আসি।
আমি বলবো, এইতো এলে,
উপহার দিয়ে , কাঁদিয়ে আমায় চলে যাবে বুঝি
কদম হাতে চলো না হয় ,
আজ একটুখানি বৃষ্টিতে ভিজি
তুমি বলবে,চারিদিকে এত রোদ এর খেলা
বৃষ্টি আসবে নাকো ,
আরেকদিন না হয় ভিজবো আমরা ,
আজ তাহলে থাকো।
আমি নাছোড়বান্দা মানুষ, অভিমান করে বলি
বৃষ্টি আজকে আসবেই ,
আরেকটুক্ষণ নাহয় অপেক্ষা করি।
আরে ধুর বোকা,এই না অভিমান ভাঙগলো তোমার
রাগ করে না, এইতো আমি আছি
একগুচ্ছ কদম হয়ে,তোমার পাশাপাশি।


Monday, 26 April 2021

"অস্তিত্ব"


আমার একদিন ছুটির ঘন্টা বাজবে 
আমার চশমার কাঁচ এ ধুলো জমে 
একাকার হবে,
আমার রং পেন্সিল গুলো
অগোছালো হয়ে পড়ে রইবে কোনোখানে
আমার চায়ের কাপে সবুজ শেওলা বাসা বাঁধবে,
আমার পদচারণায় মুখরিত যে আঙিনা
সেখানে শীতের আগমন হবে 
আবার শরৎ আসবে,
বাগানের গাছগুলো কানাকানি করবে 
অনুপস্থিতিতে আমার।
আমি কিন্তু তখন কোথাও নেই
তবুও আছি সবটা জুড়ে, 
হয়তো চায়ের কাপে সবুজ শেওলা হয়ে
অগোছালো রং তুলির আঁচড়ে
অসম্পূর্ণ কোনো বই এর ভাঁজে।

Sunday, 25 April 2021

"মৃত্যু"


মৃত্যু 
তুমি নির্মম!
তুমি অকালে কেনো আসো ?
নিয়ে যাও হাসিমাখা জীবন।
আচ্ছা,মৃত্যু
তোমার কি ভয় হয় না?
এভাবে তোমার চোখে তাকিয়ে 
চলে যায় কত নিষ্পাপ হাসিমুখ অকালেই ।
জানি তুমি নিষ্ঠুর বড়
তুমি বন্দী ঐ বিধাতার সকল আইনের কাছে
তবুও কি কোনো উত্তর দিবে তুমি 
অকালপ্রয়াণ এ শুয়ে থাকি, শান্ত ভাবে এই আমি।
আজ ,জবাব চাই মৃত্যু !
আর কটা দিন না হয় আমাকে 
সুযোগ দিতে যাওয়ার পূর্বে
আমিও হাসতাম ,প্রাণখোলা সেই হাসি
যে হাসিতে মৃত্যুর কাছে পরাজিত নয় 
যেতে হবে একদিন তাই যেতে হয়।

Wednesday, 21 April 2021

"তৃষ্ণার্ত"


তৃষ্ণার্ত আমি
ভীষণ তৃষ্ণা পেয়েছে আমার।
তৃষ্ণা মেটাতে আমি
সকাল সন্ধ্যা বিকেল
ভালোবাসা পান করি।
সম্ভবত খুব বেশি তৃষ্ণার্ত আমি
দিন গড়িয়ে রাত আসে
সপ্তাহ গিয়ে মাস আসে
আমার তৃষ্ণা পীড়িত জীবনের অবসান হয় না।
আমি তৃষ্ণা মেটাতে
মায়ের আঁচলে লুকাই
বাবার মানিব্যাগ ঢু মারি
কিংবা বোনের প্রিয় শাড়ি পড়ে বসে থাকি।
গলা শুকিয়ে চৌচির ফাটা
যেনো বৈশাখ ভর করেছে আমার উপর
তৃষ্ণায় আমি ,
ভালোবাসা খুঁজে মরি ।
নিঃস্বার্থ ভালোবাসা খুঁজি
যা পান করে
আমার তৃষ্ণা মিটবে
আমি চোখ বন্ধ করে
শুয়ে যাবো মাটির কোলে।

Tuesday, 20 April 2021

"আমি এবং তুমি"






তোমার আমার ভালোবাসায়
বিপত্তি দেখি শত শত
সম্ভবনা ও কম নয়
তবে তোমার আমার ভালোবাসায়
বিপত্তি নয়
কোনো শহর ,কোনো রাষ্ট্র
কিংবা রাজনৈতিক দল!
বিপত্তি নয়
বিপ্লবী আমজনতা
অসময়ে অন্ধকার কিংবা উত্তাল সমুদ্র
বিপত্তি বলো কিংবা বলো বাঁধা
সেতো কেউ নয়
শত্রু বলো কিংবা মিত্র বলো
আমাদের ভালোবাসায়
বড় বিপত্তি
আমি এবং তুমি!!

Saturday, 17 April 2021

একাকীত্ব এবং আমি


অখন্ড একাকীত্ব
গ্ৰাস করেছে আমায়!
এক টুকরো শান্ত ভুখন্ডের
লড়াইয়ে দিনাতিপাত চলে যায়।
আমার চিৎকার, আমার শিহরণ
হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়
করে অনশন।
অভূতপূর্ব দৃশ্য দেখি আমি
একাকীত্ব ইদানিং বড় গ্ৰাস করেছে আমায়
বেদনার নীল রং যেনো
জমা হয়ে আছে বুড়ো আঙ্গুলে
সব কিছু যেনো আমাকে ভাবায়!
আঙ্গুলে আমার রক্তজমাট,
ক্ষতবিক্ষত এই মন
একাকীত্ব আমার সাথে আষ্টেপৃষ্ঠে
আমি এবং একাকীত্ব আলাদা নই এখন
আমরা দুইয়ে মিলে একজন!

একা জীবন


ছোট্ট একটা বসত বাড়ি
একলা বাঁচি একলা মরি
ছোট্ট আকাশ আমার
ভোর দেখবো বলে অপেক্ষায় থাকি
কিন্তু দেখি শুধু আঁধার।
ছোট্ট কিছু স্বপ্ন দেখি
একাই বুনি একাই ভাঙ্গি
হারতে দেখি নিজেকে খুব
প্রকৃতি আমায় কাছ থেকে
হয়ে যায় নিশ্চুপ।
ছোট্ট আমার এই পৃথিবী
চেনা অচেনা মুখ
একলা বাঁচি একলা থাকি
একলা আমার সুখ।

Friday, 16 April 2021

ঝরা পাতা


ঝরা পাতার ফাঁক দিয়ে
তোমার অস্পষ্ট মুখচ্ছবি দেখি 
আমার স্বপ্নে , আমার কল্পনায়।
ঝরা পাতার আওয়াজে যেনো
তোমার হাসি শুনতে পাই 
ওহে ঝরা পাতা!
তুমি আমার প্রিয়তমকে বলে দিও
তোমার অপেক্ষায় আমি 
রোজ হারাই
রোজ ঝরে পড়ি ঠিক তোমার মতো!


Thursday, 15 April 2021

যদি ছেলেটির মন খারাপ থাকে.......



যদি ছেলেটির মন খারাপ থাকে.....


কোনো এক পশলা বৃষ্টির দিনে
যদি ছেলেটির মন খারাপ থাকে
ওহে বৃষ্টি !
তুমি তাকে ভালোবাসায় ভিজিয়ে দিও।
কোনো একলা থাকার দিনে
যদি ছেলেটির মন খারাপ থাকে
মন বসে না কোনো কাজে
ওহে আকাশ তুমি
সকল আশঙ্কা দূরীভূত করে
তাহাকে শান্তি দিও এতটুকু।
যদি কোনোদিন রাত্রিগুলো দুর্বিষহ কাটে
সাধারণ জীবনে নেমে আসে
কোনো দুর্ঘটনার রেশ,
ওহে আঁধার কালো রাত
তুমি আলোর ঝলকানিতে ভরে দিও
ছেলেটির অন্ধকার জীবন।
শীত হোক ,হোক বর্ষা
সব মৌসুমে যেনো উবে না যায়
তার হাসি,
আড্ডা চলুক , হাসিমুখে
ডাক বাংলো রোডে রোজই।
পূরণ হোক তার শত ইচ্ছা
ছেলেটির তবুও মন খারাপ না হোক
সমুদ্রের স্বাদ নিয়ে
একদিন সেও বলুক
আমার মন খারাপ উড়ে গেছে আজ
পাখির মতো দূরে ডানা মেলে
দূরে থেকেও কাছে ছিলে তুমি
হয়তো তাই!

Wednesday, 14 April 2021

রণদাপ্রসাদ সাহার জীবন কথা(বই রিভিউ -৩)



জীবনীভিত্তিক মুভি কিংবা জীবনীভিত্তিক বই সব সময়ই আমাকে একটু বেশি টানে। একটা মানুষ এর পুরো জীবনের চড়াই উতরাই এর গল্পগুলো আরেকজন মানুষ থেকে পুরোপুরি ভিন্ন হয় সবসময়।
আজকে যার জীবনীভিত্তিক বই নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছেন একজন এমন মানুষ যিনি ছিলেন একাধারে উদ্যোক্তা, দানবীর, শিক্ষানুরাগী, সমাজসেবক। হ্যা বলছি , রণদাপ্রসাদ সাহার কথা।
বইয়ের নাম: রণদাপ্রসাদ সাহার জীবন কথা
লেখক: হেনা সুলতানা
বইয়ের ধরণ: ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনী
প্রকাশক: বিশ্বসাহিত্য কেন্দ্র
প্রচ্ছদ: ধ্রুব এষ
লেখক পরিচিতি:
বইটি সম্পর্কে লেখার পূর্বে লেখক হেনা কামালের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই যিনি কিনা ১৯৮৬ সালে ভারতেশ্বরী হোমস এ সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। মূলত সেই থেকে লেখকের মনে এক ধরনের গভীর অনুভূতি সৃষ্টি হয় রণদাপ্রসাদ সাহার জীবনী নিয়ে কোনো ধরনের পূর্ণাঙ্গ জীবনী ছিলো না ,তাই তার এই বই লেখার প্রয়াস।

বই সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা:
লেখক রণদাপ্রসাদ সাহার জীবনী নিয়ে লেখার সময় কিছু অংশে ভাগ করেছেন এবং আলাদা খন্ড করে প্রতিটি অংশ বই এ তুলে ধরেছেন।
যেমন: রণদাপ্রসাদ সাহার-------
১. জীবনযুদ্ধ
২. চিন্তাধারা ও আদর্শ
৩. শিক্ষাবিস্তার
৪. একজন সেবক
৫.জীবন যেখানে যেমন
৬. সম্রাট আলমগীরের ভূমিকায় রণদাপ্রসাদ

প্রতিটি অংশ এ লেখক রণদাপ্রসাদ সাহা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছেন খুব নিখুঁত ভাবে। জীবনযুদ্ধ অংশে ফুটে উঠেছে মা ছাড়া রণদাপ্রসাদ সাহার শৈশব কিভাবে কেটেছে।তার অস্থায়ী সুবেদার হিসেবে বেঙ্গল রেজিমেন্টে যোগদান, কাজী নজরুল ইসলামের সাথে তার সখ্যতা এবং আরো অনেক কিছু।
চিন্তাধারা ও আদর্শ এ রণদাপ্রসাদ সাহার ভাবনা জুড়ে ছিলো শুধু মানুষের সেবা।তিনি ছিলেন সম্পুর্ণ স্বশিক্ষিত।
শিক্ষাবিস্তারে তার অবদান যুগ যুগ ধরে এখনো মানুষ মনে করে ।তিনি প্রকৃত শিক্ষা অনুরাগী ছিলেন , ভারতেশ্বরী হোমস , কুমুদিনী হাসপাতাল , দেবেন্দ্র কলেজ এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তার বিশাল অবদান ।
কুমুদিনী হাসপাতাল একজন সেবক হিসেবে তার সবচেয়ে বড় পরিচায়ক,যার জন্য তিনি মৃত্যুর আগ পর্যন্ত সংগ্ৰাম করে গেছেন।
শিক্ষার পাশাপাশি তিনি শিল্পের প্রতিও যে ছিলেন বিশেষ ভাবে আন্তরিক ৭৩ বছর বয়সে সম্রাট আলমগীরের ভূমিকায় অভিনয় তাই বলে দেয় আমাদের।

Tuesday, 13 April 2021

Stop Bullying!


When you meet up with your friends, cousins, or any other person, please don't say that" OMG, don't you think you are getting fat day by day? Are you not eating  anything? You're very thin and you  look sick." 

Please stop this kind of childish behavior. Do you ever think about the fact that  this type of activity will surely hurt the opposite person. I'm sure you don't. You're constantly doing this and then you  just say  just chill bro! It was a joke. But it is not a joke my friend. Because of your harassment, there are many people  around us feeling depressed, and several people having thoughts of committing suicide. Bullying another person is very pathetic and you just can't understand this feeling when a person is bullied just because of their body. Sometimes you bully a person because of skin color and many more things. 

When you meet the person ask, How are you feeling? Are you okay? If they are already depressed, they will  surely tell you freely about their  pain. Don't bully others, help someone who needs you. Your friendly behavior helps them to remove the obstacles ahead of them  and inspires them more.

So, please stop bullying!
   stop body shaming !

Monday, 12 April 2021

স্বাধীনতা


"হেঁটেছি এই মেঠো পথ জুড়ে
দেখেছি সারা বাংলা,
ঘায়েল করতে পারেনি কোনো শক্র
ঐ, পাকিস্তানি হানাদার আমলা।
তাই তো,
স্বাধীনতার স্বাদ পেয়েছি 
জন্মে স্বাধীন দেশে,
ছুঁয়ে দেখেছি স্বাধীনতাকে 
উড়ছি স্বাধীন ডানা মেলে।"

Typography-4


ক্রাচের কর্নেল (বই রিভিউ-২)(Book Review (2)


"ক্রাচের কর্নেল"
**স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যখন হয়ে গেছে আর আমি এই প্রজন্মের একজন মানুষ যেকিনা "ক্রাচের কর্নেল" বইটি পড়তে পড়তে যেনো এক যুদ্ধে নেমে গেছি আমি। ৩৫০ পৃষ্ঠার এই বইটি যেনো আমাকে যাদুর শহর এ নিয়ে গিয়েছিলো। যেখানে লেখক আমাকে পরিচয় করিয়ে দেয়, একজন দেশপ্রেমিক, একজন রাজনীতিবিদ, একজন সাহসী সৈনিক , একজন দায়িত্ববান পুরুষের সাথে।
**"ক্রাচের কর্নেল" পড়ার মাধ্যমেই আমার লেখক শাহাদুজ্জামান এর সাথে পরিচয় ঘটলো। একটি ইতিহাসকে তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুন্দর উপস্থাপনা করে তুলে ধরেছেন বলতেই হয়।
এই বই পড়ার পর শুধু মাত্র একজন সৈনিক নয় একটা পুরো পরিবারের সাথে পরিচয় ঘটবে আপনার।যারা একি সাথে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলো মুক্তিযুদ্ধে।
**আমি কর্নেল তাহেরের স্ত্রী লুৎফার চারিত্রিক বৈশিষ্টে মুগ্ধ হয়ে গেছি বলতে হবে। যিনি কিনা একজন আর্মি অফিসার এর স্ত্রী হয়েও সবসময় তার স্বামীর সকল সিদ্ধান্তকে মূল্যায়ন করেছেন। এমনকি একটি পা হারানোর পর ও স্বামীর প্রতি লুৎফার ভালোবাসা ছিলো অন্যরকম।
** প্রতিটি বড় বড় মানুষ এর জীবনে ভালো কিছু অর্জন কিংবা কিছু করার পিছনে কারো অবদান থাকে। কর্নেল তাহের এর মা "আশরাফুন্নেসা" দশটি সন্তানকে যেভাবে বড় করেছেন একজন গ্ৰাম বাংলার সাধারণ নারী হিসেবে এবং একজন বন্ধু স্বরুপ মা যিনি সন্তানদের সাহস এবং উৎসাহ দিয়েছিলেন বিধায় হয়তো , শুধুমাত্র ছেলে নয় তার মেয়েরাও স্বাধীনতা যুদ্ধে হয়েছিলো এক অবিচ্ছেদ্য অংশ!
** সর্বোপরি কর্নেল তাহের ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা এবং বিপ্লবী মানুষ যিনি একটি সুন্দর বাংলাদেশ এর স্বপ্ন দেখে গেছেন সব সময়। লেখক শাহাদুজ্জামান অত্যন্ত নিখুঁতভাবে ভাই -বোন, পরিবার, কর্নেল তাহের এর ছোট বেলার সকল স্মৃতি,তার স্কুলে কলেজের বন্ধু, ব্যক্তিগত জীবন চমৎকার ভাবে তুলে ধরেছেন যা আমাকে আকৃষ্ট করেছে।

Sunday, 11 April 2021

Waiting For You!


Everything is here
I just love this gloomy weather,
My imagination and me
Keep waiting for you here!
Everybody is near
I keep praying
I wish you are here!

Saturday, 10 April 2021

নির্বাসন



আমারো একগোছা অভিমান আছে

কিন্তু শোনার মানুষ নেই

আমারো তো অভিযোগ আছে

কিন্তু কোনো অভিযোগ বাক্স নেই।

একা একা রাত্রি যাপন 

অভিমান অভিযোগ এর পাল্লায়

কে পর কে আপন 

খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে

এখন আমার অজান্তেই 

তোমার অগোচরে 

এক একাকী নির্বাসন।

............ নির্বাসন।

বই রিভিউ-০১(Book Review-01)


#পৃথিবীর_ইস্টিশনে_রাতের_ট্রেন

আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন, কবিতার লাইনগুলো আপনাকে আত্মিক শান্তি দেয় কিংবা ধরুন কবিতা আপনার জীবনের আনন্দ বিষাদ , অনুভূতির তীব্রতা বাড়িয়ে তোলে অথবা আপনি প্রেমের সাগরে ডুবে যেতে চান কল্পলোকের মায়াজালে ,তবে কবি প্রিন্স চন্দ্র দেবনাথ এর প্রথম কাব্যগ্ৰন্থ পৃথিবীর ইস্টিশনে রাতের ট্রেন হতে পারে আপনার জন্য প্রথম পছন্দ। 
বই সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি লেখক সম্পর্কে কিছু কথা বলতে চাই। প্রিন্স চন্দ্র দেবনাথ যিনি আজকালকার গতানুগতিক ধারার বাইরে গিয়ে লেখালেখি করেন এবং যিনি অল্প বয়সেই জীবনের রুপ রঙ অনুভব করেছেন খুব কাছ থেকে । তিনি মনে করেন,"কথা হবে অভিযোগ,অনুযোগ এবং কবিতায়"। 
লেখালেখির হাতেখড়ি অনেক দিন যাবৎ হলেও "অমর একুশে বইমেলা-২০২১" এ কবির প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় বিসর্গ প্রকাশনী থেকে। 
বইটির প্রচ্ছদ করেছেন: প্রান্তিয়া ইসলাম
মূলত:১৬০ টাকা
"পৃথিবীর ইস্টিশনে রাতের ট্রেন" পড়ার সময় আপনার চোখে বিশেষ ভাবে চোখে পড়বে প্রথমেই  "উৎসর্গ" যা অত্যন্ত হৃদয়গ্রাহী।
 আমি আগেই বলেছি কবি জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি গুলো তার কলমের খোঁচায় তুলে ধরেছেন কবিতায়। বেকার প্রীতমের সার্টিফিকেট,আপেল,নারী সম্পর্কিত, শৈশব, তাবিজ বিক্রেতা ,মাছের ঝোল প্রতিটি কবিতায় আপনি সমাজের সকল স্তরের মানুষকে খুঁজে পাবেন। 

কবি মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু তিনি একজন দেশপ্রেমিক, তার চেতনায় মুক্তিযুদ্ধের দৃঢ়তা রয়েছে।যা আপনি মুক্তিযুদ্ধা ,বিপ্লব এইসব কবিতায় খুঁজে পাবেন।
কবি একজন সচেতন নাগরিক, যিনি দেশকে ভালবাসেন পাশাপাশি তিনি প্রেয়সীর চোখ দিয়ে এই পৃথিবীতে নতুন কিছু দেখেন। তিনি একজন প্রেমের কবিও বটে! 
কবির নিখোঁজ কবিতার শেষ দুটি লাইন আমার হৃদয় কে নাড়া দেয় বারবার।
" সেদিন নিখোঁজ হবো উধাও হবো ফিরবো না আর ঘরে,
তোমার আমার প্রেমের গল্প লিখব শহর জুড়ে"।

সর্বোপরি আপনি "পৃথিবীর ইস্টিশনে রাতের ট্রেন"পড়ার সময় একটা ট্রেন জার্নি অনুভব করবেন।
যেখানে হারিয়ে যাওয়া শৈশব , নিজের অস্তিত্বকে খুঁজে ফেরা ,বেকার প্রীতমের হা হুতাশ পারিবারিক বিষয়, প্রেমিকার কামনা , দেশপ্রেম সব কিছু মিলে মিশে একাকার এই লম্বা যাত্রায়।
তাই জয় হোক কবিতার, লম্বা যাত্রায় নতুন নতুন কবিতা পড়ুন আর চর্চা করুন সুস্থ ধারার সাহিত্যের।
_______নিশাত আনজুম

Typography-3


Friday, 9 April 2021

DREAM WORLD


Hey You!
Yes, I am talking with you. You think that you are alone, you sometimes may be miserable. Maybe you have a bad relationship with your friends. Sometimes you are fed up with the circumstance. You have mood swings, you don't want to talk with others. You have many friends on social media but your inbox is empty. 
Now your are may be surprised, how do I  know about you? You may be the person who is not from my city, my country. So what?
Still, I understand this dear. Because every person has to go through and face this kind of issue. If you want to cry out, please continue. Either you are a boy or girl it's doesn't matter actually. Always remember, if your mind is attacked by a virus and day by day you are attached to this it will harmful for your mind. So keep your mind refresh you do some positive things. You can travel, you can read, you can sing, you can do everything you want. Yes, you can. Just believe yourself. 
Don't do anything for others, do it now for yourself and find your dream world.

কবি


কবিতায় মৃত্যু হয় না 
একজনের
আজন্ম চলতে থাকে
তাল লয় ছন্দ,
কবিতায় মৃত্যু হয় না
একজনের
কখনো বেঁচে থাকে ভালোবাসা
কখনো হাহাকার প্রেমিকের যেনো..
কবিতায় মৃত্যু হয় না
কবির 
কারণ
মৃত্যুর দুয়ার পেরিয়েই তো 
কলম ধরেছে সে !

NISHU-MISHU



Once upon a time, I was a little child who is very introverted. She loved to talk with people, she always wants to everyone loves her. She also hoped that she has a large friend circle and wants to explore herself. However, she tried but nobody loved her that way she loved everybody.
After 18 years passed away in my life and I discovered new rhythms in my life. Yeah, My life changes many times but this time I lived my life which I wished.
 From Nisat Anzum, I became everyone's favorite and a broad-minded Nishu. In my university, they rename me and select a sweet name which was "Nishu". As I am a comfortable and talkative person because of this, one of my friends Sheehab called me
 " Mishu".
I found out myself from Nisat to "Nishu-Mishu" and till now I am lived with those names which I respected from the heart and soul.

Typography-2


HE


He laughs,
I simply visualize
How wonderful his smile!
Just one's time 
I saw him chuckled in front of me.
That smile whispered to my ears every day
Sometimes smile of  mine
Awake me 
Do the sleepless movement in the streets.
He laughs, 
refresh my mind 
My sleepless night's dark companion
Who even not even in the city
Always stay by my side.
He laughs,
I look at his photograph stills again and again
I constantly listen to the story of his long hair.
He laughs,
Whom I ever imagine
Sometimes in my fantasy 
Sometimes in existence
He laughs,
Then he silently falls in love with me.

Thursday, 8 April 2021

অনুধাবন


গুরুত্ব দিলে দূরত্ব বাড়ে,
সময় কাটে একলা ঘোরে।
রাত্রি কথন
লুকিয়ে গোপন ,
স্বপ্ন বিভোর চলে
একলা থাকার কষ্ট শুধু
একলা মানুষ বোঝে।

Exploration


In the city of brick walls and rocks
A lot of exhaustion appears every day,
In the crowd of frozen arrogance
I am still alive.
The wait is lengthy,
I try to find myself 
Because I am lost!

শ্যাওলা


পুরানো জীর্ণ শীর্ণ রঙচটা দেয়ালে
জমে থাকা সবুজ শ্যাওলার
একচ্ছত্র আস্তরণ আমি!
লতা-পাতা ,ঘাস জন্মে 
আমার স্বাধীনতার উপর বিস্তৃত হয়ে
শাসন করে 
বিরাজমান তুমি।
আমি তুমির মিশ্রণে
আমাদের গল্প 
সবুজ শ্যাওলার উপর ঠাঁই পেয়ে
একটু একটু করে ধাবিত হয়,
কখনো বৃষ্টি আসে রোদ্দুর আসে
কখনো রাতের অন্ধকার 
নিয়ে আসে ভয়।


Typography 01


Wednesday, 7 April 2021

Discover Yourself!


People frequently asked me some questions, 
" How you deal with many things together?" Sometimes they also said that you're a very talented girl and many more things. They said that they have no talent, no qualities. 
But I always believed that our Almighty signifies many things on our inside. Few people understand it, some people realize it later and several others don't aware of this that they have also many qualities. Just remove your all negative thoughts about yourself.
Discover yourself which you like the most, which gives you happiness, and explore the new version of yourself.
Maybe you find the new person inside you and the world is just waiting for your charisma!

Illusion


Perhaps you're the obsession 
Which I feel everywhere 
You are a mysterious attraction
Which I see everywhere
That's why I'm anxious
I see your soul in everybody
Every morning, every night 
In my every midnight dreams.

আমি যখন নীল আসমান !



আসমান ফুটো করে, 
প্রথম যে দুফোঁটা বৃষ্টিপাত হয়
হাজার হাজার বৃষ্টির ফোঁটার রিমঝিম 
আওয়াজের ভিড়ে,সেই ক্ষীণ শব্দ
কারো কানে পৌঁছায় না।
পৌঁছায় না,আসমান ভাঙ্গার আহাজারি
শুধু আসমান দেখতে নীল ,গাঢ় নীল!
এই নীলাদ্রির প্রেমে মত্ত হয় সবাই‌
কিন্তু আসমান সেতো দুফোঁটা বৃষ্টি
ঝরিয়ে পৃথিবীতে আবেগী খেতাব নিয়ে
কখনো শুভ্রর ন্যায়,কখনো সাদা কালো মেঘ হয়ে 
নানা আয়োজনে মুখরিত করে রাখে দর্শনার্থীদের।
সবাই নীল আসমান দেখে,বৃষ্টিতে হাত বাড়ায়
টিকিট কেটে ফেলফেল করে দেখে ,
সাদা মেঘের ভেলা,কিন্তু কেউ আসমান হতে চায় না।
দুফোঁটা বৃষ্টি হয়ে ঝরতে চায় না 
কেউ একা থাকতে চায় না
একলা হয়ে, এই ধরণীর বুকে
কে মরতে চায় বলুন তো দেখি!

WHO ARE YOU?


Sometimes you are like white
Sometimes maybe you are equal to black,
You are the light in my life 
Sometimes you are the shadow

Stucked!


Numerous Colours in our life 
I constantly amaze 
Life goes on at a tremendous speed 
I stopped somewhere!

City


The city is made of bricks and stones
What a colorful world there
Cars on the road.
It's so crowded there, like all the things are fake
The city is made of bricks and stones, 
Maybe one day, I will be brick and stone!
The city is a place for joke, people seem to be stagnant
I find the sky in the gap of the building
I don't have any nest.
The city is made of bricks and stones, 
Here live many people.
I want to leave the city and go far away!
The city is made of bricks and stones
Maybe one day, I will be so brick and stone!
I will stand alone and observe
This city will be full of tall buildings of bricks and stones.
The city is made of bricks and stones ........

______ City

বসন্ত এবং তুমি


কোনো এক বসন্তের শেষ সপ্তাহে
পাতা ঝরা এই শহর জুড়ে
নিঃসঙ্গ দাঁড়িয়ে আমি,
আজ হয়তো আমার নীরবতার সঙ্গী হবে
এই বসন্ত অথবা তুমি!
সত্যি করতে বলতে গেলে 
বহু বছর ধরে আমি বসন্তকে চিনি
বসন্ত এলেই আমি , ফাগুন হাওয়ায়
নিজের অস্তিত্বের স্বরূপ খুঁজে বেড়াই
নতুন রুপে, নতুন রঙে 
নিজেকে আবার রাঙাই।
কিন্তু আমি তো তোমাকে চিনি না আজো
তাই তো এতো ভয় ,
নদের চরে শুকিয়ে যাওয়া জলের মতো
আমার চোখেও আজ বিরাণ হাহাকার।
অপেক্ষা আর একটু নিসংকোচ
যেনো আনমনে আমাকে কয় 
তোমার হৃদয় ফেটে হয়ে যাক চৌচির
ফাগুনের আগুন লাগুক তোমার মনে,
বিচ্ছেদ যখন সুনিশ্চিত তবে 
এতো আবেগ কেনো তাহার জন্যে।
বসন্ত ও বিদায় নেয়, বিচ্ছেদ ঘটায় আমার সাথে
তুমিও হয়তো তাই চাও
কিন্তু বসন্ত অপেক্ষা করতে বলে আমায় 
বলে আমি আবার আসবো 
তোমার নীরবতার শৃঙ্খলা ভাঙচুর করতে
আমি সেই অপেক্ষায় অভিমান করে ও বসে থাকি
কিন্তু তোমার অপেক্ষায় অভিমান করে 
তোমাকে আপন করার সাহস আর পাইনা দ্বিতীয়বার।
তাই তো নিঃসঙ্গতা আঁকড়ে ধরে
বসন্ত উৎসবের অপেক্ষা করি ,
হয়তো আনমনা পথিক হয়ে ফিরবে বাড়ি 
বসন্ত এবং তুমি!

ফাগুন হাওয়া 🌼

Tuesday, 6 April 2021

শহর


শহরটা ইট পাথরের ,দালান সারি সারি
কত না রঙিন পৃথিবী সেথায়
রাস্তায় চলে গাড়ি।
সেথায় এতো এতো ভীড় ,সব সাজানো নাটক যেনো
শহরটা ইট পাথরের,আমি ও ইট পাথর হবো !
শহরটা রঙ তামাশার,মানুষ যেনো স্থবির
দালান কোঠার ফাঁকে আকাশ খুঁজি
পাই না আপন কোনো নীড়।
শহরটায় ইট পাথরের,অনেক অনেক মানুষ
শহরটা ছেড়ে পারি দিবো ,অনেক অনেক দূর!
শহরটা ইট পাথরের 
আমি ও তাই ইট পাথর হবো !
একাই দাঁড়িয়ে থাকবো অবলোকন করবো 
এই শহরটাকে,ইট পাথরের উঁচু দালান হবো।
শহরটা ইট পাথরের........

______শহর 

সাত রঙের স্বপ্ন

 খুব সাধারণ হয়ে, 

অসাধারণ কিছুর পিছনে,

ছোটার দুঃসাহস প্রায়ই করে বসি,

বিনামূল্যে সাত রঙ এর স্বপ্ন দেখি,

টিকিট লাগে না বিধায়,

যেখানে স্বপ্ন বিক্রি হয় ,

সেই মেলায় গিয়ে ,

দর দাম করে স্বপ্ন কিনি,

কোনটার দাম পাঁচ টাকা,কোনটি দশ, কিংবা একশ

হাজার টাকার স্বপ্ন ও আছে কিন্তু!

এগুলো বড় স্বপ্ন,সাধারণ মানুষের জন্য নয়,

আমার পকেট ফাঁকা বিধায়,

ছোট ছোট স্বপ্ন কিনি,

মনের আলমারিতে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখি

খুব যত্ন করে,

যাতে সেগুলো ভেঙে না যায়

কিন্তু সীমাবদ্ধতা শুরু হয় যখন,

তখন স্বপ্নগুলোকে 

আমার কাছে আর রাখতে পারিনা,

পানির দরে বিক্রি করে দেই , 

যাতে কষ্ট না পেতে হয় , একজন সাধারণ মানুষ হয়ে।

তবে দামী স্বপ্ন দেখি প্রতি সপ্তাহে একবার করে,

আর আশায় থাকি অংশীদার হবো ,

একদিন সকল সাত রঙ এর স্বপ্ন গুলোর,

 একজন সাধারণ মানুষ হয়ে থাকবো, 

আর দামী,স্বপ্ন এর মালিকানা নিয়ে ,

সমানে সমান হয়ে চলবো,সব মানুষের ভিড়ে।


Dream Of Seven Colors


To be a very ordinary soul

Behind something extraordinary,

I often dare to run

I always see accessible 

Dream of seven colors.

Since you don't need a ticket,

Where dreams are sold,

I going to that fair.

I purchased a dream at a bargain price,

Which costs five taka, maybe ten, or one hundred

But there is a dream of a thousand taka similarly!

These are big dreams, not appropriate for ordinary people.

With my empty pockets, 

I purchased small dreams.

I arrange them in a row in the cupboard of my mind

Very carefully,

So that, they do not break anytime easily. 

But when the limitations begin,

Then the dreams are going far away from me

I sold them at a very cheap price

Because I don't want to feel pain, as I am an ordinary person. 

However, every week, I saw an attainable dream.

I hope that I will be the owner of dreams of seven colors in one day!


পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...