গুরুত্ব দিলে দূরত্ব বাড়ে,
সময় কাটে একলা ঘোরে।
রাত্রি কথন
লুকিয়ে গোপন ,
স্বপ্ন বিভোর চলে
একলা থাকার কষ্ট শুধু
একলা মানুষ বোঝে।
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
No comments:
Post a Comment