Monday, 12 April 2021

ক্রাচের কর্নেল (বই রিভিউ-২)(Book Review (2)


"ক্রাচের কর্নেল"
**স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যখন হয়ে গেছে আর আমি এই প্রজন্মের একজন মানুষ যেকিনা "ক্রাচের কর্নেল" বইটি পড়তে পড়তে যেনো এক যুদ্ধে নেমে গেছি আমি। ৩৫০ পৃষ্ঠার এই বইটি যেনো আমাকে যাদুর শহর এ নিয়ে গিয়েছিলো। যেখানে লেখক আমাকে পরিচয় করিয়ে দেয়, একজন দেশপ্রেমিক, একজন রাজনীতিবিদ, একজন সাহসী সৈনিক , একজন দায়িত্ববান পুরুষের সাথে।
**"ক্রাচের কর্নেল" পড়ার মাধ্যমেই আমার লেখক শাহাদুজ্জামান এর সাথে পরিচয় ঘটলো। একটি ইতিহাসকে তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুন্দর উপস্থাপনা করে তুলে ধরেছেন বলতেই হয়।
এই বই পড়ার পর শুধু মাত্র একজন সৈনিক নয় একটা পুরো পরিবারের সাথে পরিচয় ঘটবে আপনার।যারা একি সাথে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলো মুক্তিযুদ্ধে।
**আমি কর্নেল তাহেরের স্ত্রী লুৎফার চারিত্রিক বৈশিষ্টে মুগ্ধ হয়ে গেছি বলতে হবে। যিনি কিনা একজন আর্মি অফিসার এর স্ত্রী হয়েও সবসময় তার স্বামীর সকল সিদ্ধান্তকে মূল্যায়ন করেছেন। এমনকি একটি পা হারানোর পর ও স্বামীর প্রতি লুৎফার ভালোবাসা ছিলো অন্যরকম।
** প্রতিটি বড় বড় মানুষ এর জীবনে ভালো কিছু অর্জন কিংবা কিছু করার পিছনে কারো অবদান থাকে। কর্নেল তাহের এর মা "আশরাফুন্নেসা" দশটি সন্তানকে যেভাবে বড় করেছেন একজন গ্ৰাম বাংলার সাধারণ নারী হিসেবে এবং একজন বন্ধু স্বরুপ মা যিনি সন্তানদের সাহস এবং উৎসাহ দিয়েছিলেন বিধায় হয়তো , শুধুমাত্র ছেলে নয় তার মেয়েরাও স্বাধীনতা যুদ্ধে হয়েছিলো এক অবিচ্ছেদ্য অংশ!
** সর্বোপরি কর্নেল তাহের ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা এবং বিপ্লবী মানুষ যিনি একটি সুন্দর বাংলাদেশ এর স্বপ্ন দেখে গেছেন সব সময়। লেখক শাহাদুজ্জামান অত্যন্ত নিখুঁতভাবে ভাই -বোন, পরিবার, কর্নেল তাহের এর ছোট বেলার সকল স্মৃতি,তার স্কুলে কলেজের বন্ধু, ব্যক্তিগত জীবন চমৎকার ভাবে তুলে ধরেছেন যা আমাকে আকৃষ্ট করেছে।

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...