Friday, 16 April 2021

ঝরা পাতা


ঝরা পাতার ফাঁক দিয়ে
তোমার অস্পষ্ট মুখচ্ছবি দেখি 
আমার স্বপ্নে , আমার কল্পনায়।
ঝরা পাতার আওয়াজে যেনো
তোমার হাসি শুনতে পাই 
ওহে ঝরা পাতা!
তুমি আমার প্রিয়তমকে বলে দিও
তোমার অপেক্ষায় আমি 
রোজ হারাই
রোজ ঝরে পড়ি ঠিক তোমার মতো!


No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...