অখন্ড একাকীত্ব
গ্ৰাস করেছে আমায়!
এক টুকরো শান্ত ভুখন্ডের
লড়াইয়ে দিনাতিপাত চলে যায়।
আমার চিৎকার, আমার শিহরণ
হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়
করে অনশন।
অভূতপূর্ব দৃশ্য দেখি আমি
একাকীত্ব ইদানিং বড় গ্ৰাস করেছে আমায়
বেদনার নীল রং যেনো
জমা হয়ে আছে বুড়ো আঙ্গুলে
সব কিছু যেনো আমাকে ভাবায়!
আঙ্গুলে আমার রক্তজমাট,
ক্ষতবিক্ষত এই মন
একাকীত্ব আমার সাথে আষ্টেপৃষ্ঠে
আমি এবং একাকীত্ব আলাদা নই এখন
আমরা দুইয়ে মিলে একজন!

No comments:
Post a Comment