"হেঁটেছি এই মেঠো পথ জুড়ে
দেখেছি সারা বাংলা,
ঘায়েল করতে পারেনি কোনো শক্র
ঐ, পাকিস্তানি হানাদার আমলা।
তাই তো,
স্বাধীনতার স্বাদ পেয়েছি
জন্মে স্বাধীন দেশে,
ছুঁয়ে দেখেছি স্বাধীনতাকে
উড়ছি স্বাধীন ডানা মেলে।"
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
No comments:
Post a Comment