Thursday, 17 June 2021

"আত্নার মৃত্যু"



মৃত্যুর আগেই এই পৃথিবীতে যখন আত্মার মৃত্যু ঘটে , মানবিকতার মৃত্যু ঘটে ঠিক তখন এই জোৎস্না রাতের স্পষ্ট আলো কেমন ফিকে লাগে। ঘোর অন্ধকার মনে হয় চারপাশটা ।
আষাঢ় মাসের পয়লা দিনের বৃষ্টি ভেজা সকাল বেজায় বিমর্ষ লাগে সেই সময়। বৃষ্টির ফোঁটাগুলো হাতের উপর ঠিক কান্নার আওয়াজ হয়ে ঝরে পড়ে।
আত্নার মৃত্যু ঘটে, দেহের মৃত্যুর আগেই বহুবার।
কিন্তু কেউ টের পায়না কারণ সবাই রঙিন স্বপ্ন বুনতে ব্যস্ত।সবাই জোৎস্না রাত নিয়ে ব্যস্ত। কারো কারো জীবনে যে কখনো আলোই আসেনা,দিন রাত পার্থক্য হয় না ।সেতো ব্যস্ত অনেক তবু দেহখানি নিয়ে শুধু আঁধার উপভোগ করে চলে সে অনন্তকাল.......

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...