নিঃসঙ্গ রাত্রি , বিদীর্ণ দুপুর
সঙ্গী শুধু তোমার ছায়া!
এতো স্বপ্ন, এতো আশা
আকাশ কুসুম কল্পনা
কতো চাওয়া কতো পাওয়া!
একের ভিতর দুইয়ের বসত
তুমি ফাগুন হাওয়া🌼
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
No comments:
Post a Comment