খুব সাধারণ হয়ে,
অসাধারণ কিছুর পিছনে,
ছোটার দুঃসাহস প্রায়ই করে বসি,
বিনামূল্যে সাত রঙ এর স্বপ্ন দেখি,
টিকিট লাগে না বিধায়,
যেখানে স্বপ্ন বিক্রি হয় ,
সেই মেলায় গিয়ে ,
দর দাম করে স্বপ্ন কিনি,
কোনটার দাম পাঁচ টাকা,কোনটি দশ, কিংবা একশ
হাজার টাকার স্বপ্ন ও আছে কিন্তু!
এগুলো বড় স্বপ্ন,সাধারণ মানুষের জন্য নয়,
আমার পকেট ফাঁকা বিধায়,
ছোট ছোট স্বপ্ন কিনি,
মনের আলমারিতে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখি
খুব যত্ন করে,
যাতে সেগুলো ভেঙে না যায়
কিন্তু সীমাবদ্ধতা শুরু হয় যখন,
তখন স্বপ্নগুলোকে
আমার কাছে আর রাখতে পারিনা,
পানির দরে বিক্রি করে দেই ,
যাতে কষ্ট না পেতে হয় , একজন সাধারণ মানুষ হয়ে।
তবে দামী স্বপ্ন দেখি প্রতি সপ্তাহে একবার করে,
আর আশায় থাকি অংশীদার হবো ,
একদিন সকল সাত রঙ এর স্বপ্ন গুলোর,
একজন সাধারণ মানুষ হয়ে থাকবো,
আর দামী,স্বপ্ন এর মালিকানা নিয়ে ,
সমানে সমান হয়ে চলবো,সব মানুষের ভিড়ে।

সুন্দর
ReplyDeleteধন্যবাদ বন্ধু 😍
ReplyDelete