আমার একদিন ছুটির ঘন্টা বাজবে
আমার চশমার কাঁচ এ ধুলো জমে
একাকার হবে,
আমার রং পেন্সিল গুলো
অগোছালো হয়ে পড়ে রইবে কোনোখানে
আমার চায়ের কাপে সবুজ শেওলা বাসা বাঁধবে,
আমার পদচারণায় মুখরিত যে আঙিনা
সেখানে শীতের আগমন হবে
আবার শরৎ আসবে,
বাগানের গাছগুলো কানাকানি করবে
অনুপস্থিতিতে আমার।
আমি কিন্তু তখন কোথাও নেই
তবুও আছি সবটা জুড়ে,
হয়তো চায়ের কাপে সবুজ শেওলা হয়ে
অগোছালো রং তুলির আঁচড়ে
অসম্পূর্ণ কোনো বই এর ভাঁজে।

No comments:
Post a Comment