তৃষ্ণার্ত আমি
ভীষণ তৃষ্ণা পেয়েছে আমার।
তৃষ্ণা মেটাতে আমি
সকাল সন্ধ্যা বিকেল
ভালোবাসা পান করি।
সম্ভবত খুব বেশি তৃষ্ণার্ত আমি
দিন গড়িয়ে রাত আসে
সপ্তাহ গিয়ে মাস আসে
আমার তৃষ্ণা পীড়িত জীবনের অবসান হয় না।
আমি তৃষ্ণা মেটাতে
মায়ের আঁচলে লুকাই
বাবার মানিব্যাগ ঢু মারি
কিংবা বোনের প্রিয় শাড়ি পড়ে বসে থাকি।
গলা শুকিয়ে চৌচির ফাটা
যেনো বৈশাখ ভর করেছে আমার উপর
তৃষ্ণায় আমি ,
ভালোবাসা খুঁজে মরি ।
নিঃস্বার্থ ভালোবাসা খুঁজি
যা পান করে
আমার তৃষ্ণা মিটবে
আমি চোখ বন্ধ করে
শুয়ে যাবো মাটির কোলে।

No comments:
Post a Comment