Monday, 24 October 2022

পরশু

খুব করে প্ল্যান করলাম
পরশু সকালে যাবো
শিউলি ফুল কুড়াতে ,
ঠিক আমার উল্টো পাশের বাসায়।
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ
যাবো যাবো করে আর যাওয়া হয় না
ঐ হলুদ রঙের বাসাটিতে।
পরশু আরো প্ল্যান করলাম
পুরাতন স্কুল এ যাবো
আজকাল নাকি পুকুর ভরাট করে
নতুন বিল্ডিং হবে সেথায় ,
কি একটা ক্যাঁচাল চলছে বহুদিন ধরে
আমি শুনেছি বেশ কিছু দিন হলো ,
ঠিক করলাম পরশু দশটায় যাবো !
পরশু দুপুরে মাকে জানিয়ে রাখলাম
একটু ভালো মন্দ কিছু রান্না করতে
জ্বর থেকে উঠার পর কেন জানি
ঝাল করে কিছু খেতে মন চাইছে,
মা বললেন," বেশ পরশু তোর জন্য
ঝাল করে চ্যাপা শুঁটকির ভর্তা করে দিবো"
পরশু বিকেলে যাবো বইয়ের দোকানে
আর পরশু রাতে ভাবলাম 
একটা মেইল করবো প্রিয় বন্ধুর 
জন্মদিন তাই ।
অতঃপর পরশুদিন আসলো 
খুব সকাল হলো,
মা বকাঝকা করে দরজায় কড়া নাড়লেন 
ঠিক ভোরে আমার শিউলি ফুল
কুড়ানো হলো না,
দশটায় যাওয়া হলো না স্কুলে
ডাক্তার এসে নাড়ি পরীক্ষা করে জানালেন
আরো দু'ঘন্টা আগেই আমি 
মৃত্যুবরণ করেছি ।

পরশু ...
২৪ অক্টোবর,২০২২

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...