মৃত্যু
তুমি নির্মম!
তুমি অকালে কেনো আসো ?
নিয়ে যাও হাসিমাখা জীবন।
আচ্ছা,মৃত্যু
তোমার কি ভয় হয় না?
এভাবে তোমার চোখে তাকিয়ে
চলে যায় কত নিষ্পাপ হাসিমুখ অকালেই ।
জানি তুমি নিষ্ঠুর বড়
তুমি বন্দী ঐ বিধাতার সকল আইনের কাছে
তবুও কি কোনো উত্তর দিবে তুমি
অকালপ্রয়াণ এ শুয়ে থাকি, শান্ত ভাবে এই আমি।
আজ ,জবাব চাই মৃত্যু !
আর কটা দিন না হয় আমাকে
সুযোগ দিতে যাওয়ার পূর্বে
আমিও হাসতাম ,প্রাণখোলা সেই হাসি
যে হাসিতে মৃত্যুর কাছে পরাজিত নয়
যেতে হবে একদিন তাই যেতে হয়।

No comments:
Post a Comment