#পৃথিবীর_ইস্টিশনে_রাতের_ট্রেন
আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন, কবিতার লাইনগুলো আপনাকে আত্মিক শান্তি দেয় কিংবা ধরুন কবিতা আপনার জীবনের আনন্দ বিষাদ , অনুভূতির তীব্রতা বাড়িয়ে তোলে অথবা আপনি প্রেমের সাগরে ডুবে যেতে চান কল্পলোকের মায়াজালে ,তবে কবি প্রিন্স চন্দ্র দেবনাথ এর প্রথম কাব্যগ্ৰন্থ পৃথিবীর ইস্টিশনে রাতের ট্রেন হতে পারে আপনার জন্য প্রথম পছন্দ।
বই সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি লেখক সম্পর্কে কিছু কথা বলতে চাই। প্রিন্স চন্দ্র দেবনাথ যিনি আজকালকার গতানুগতিক ধারার বাইরে গিয়ে লেখালেখি করেন এবং যিনি অল্প বয়সেই জীবনের রুপ রঙ অনুভব করেছেন খুব কাছ থেকে । তিনি মনে করেন,"কথা হবে অভিযোগ,অনুযোগ এবং কবিতায়"।
লেখালেখির হাতেখড়ি অনেক দিন যাবৎ হলেও "অমর একুশে বইমেলা-২০২১" এ কবির প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় বিসর্গ প্রকাশনী থেকে।
বইটির প্রচ্ছদ করেছেন: প্রান্তিয়া ইসলাম
মূলত:১৬০ টাকা
"পৃথিবীর ইস্টিশনে রাতের ট্রেন" পড়ার সময় আপনার চোখে বিশেষ ভাবে চোখে পড়বে প্রথমেই "উৎসর্গ" যা অত্যন্ত হৃদয়গ্রাহী।
আমি আগেই বলেছি কবি জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি গুলো তার কলমের খোঁচায় তুলে ধরেছেন কবিতায়। বেকার প্রীতমের সার্টিফিকেট,আপেল,নারী সম্পর্কিত, শৈশব, তাবিজ বিক্রেতা ,মাছের ঝোল প্রতিটি কবিতায় আপনি সমাজের সকল স্তরের মানুষকে খুঁজে পাবেন।
কবি মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু তিনি একজন দেশপ্রেমিক, তার চেতনায় মুক্তিযুদ্ধের দৃঢ়তা রয়েছে।যা আপনি মুক্তিযুদ্ধা ,বিপ্লব এইসব কবিতায় খুঁজে পাবেন।
কবি একজন সচেতন নাগরিক, যিনি দেশকে ভালবাসেন পাশাপাশি তিনি প্রেয়সীর চোখ দিয়ে এই পৃথিবীতে নতুন কিছু দেখেন। তিনি একজন প্রেমের কবিও বটে!
কবির নিখোঁজ কবিতার শেষ দুটি লাইন আমার হৃদয় কে নাড়া দেয় বারবার।
" সেদিন নিখোঁজ হবো উধাও হবো ফিরবো না আর ঘরে,
তোমার আমার প্রেমের গল্প লিখব শহর জুড়ে"।
সর্বোপরি আপনি "পৃথিবীর ইস্টিশনে রাতের ট্রেন"পড়ার সময় একটা ট্রেন জার্নি অনুভব করবেন।
যেখানে হারিয়ে যাওয়া শৈশব , নিজের অস্তিত্বকে খুঁজে ফেরা ,বেকার প্রীতমের হা হুতাশ পারিবারিক বিষয়, প্রেমিকার কামনা , দেশপ্রেম সব কিছু মিলে মিশে একাকার এই লম্বা যাত্রায়।
তাই জয় হোক কবিতার, লম্বা যাত্রায় নতুন নতুন কবিতা পড়ুন আর চর্চা করুন সুস্থ ধারার সাহিত্যের।
_______নিশাত আনজুম

No comments:
Post a Comment