আমারো একগোছা অভিমান আছে
কিন্তু শোনার মানুষ নেই
আমারো তো অভিযোগ আছে
কিন্তু কোনো অভিযোগ বাক্স নেই।
একা একা রাত্রি যাপন
অভিমান অভিযোগ এর পাল্লায়
কে পর কে আপন
খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে
এখন আমার অজান্তেই
তোমার অগোচরে
এক একাকী নির্বাসন।
............ নির্বাসন।

No comments:
Post a Comment