Saturday, 10 April 2021

নির্বাসন



আমারো একগোছা অভিমান আছে

কিন্তু শোনার মানুষ নেই

আমারো তো অভিযোগ আছে

কিন্তু কোনো অভিযোগ বাক্স নেই।

একা একা রাত্রি যাপন 

অভিমান অভিযোগ এর পাল্লায়

কে পর কে আপন 

খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে

এখন আমার অজান্তেই 

তোমার অগোচরে 

এক একাকী নির্বাসন।

............ নির্বাসন।

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...