যদি ছেলেটির মন খারাপ থাকে.....
কোনো এক পশলা বৃষ্টির দিনে
যদি ছেলেটির মন খারাপ থাকে
ওহে বৃষ্টি !
তুমি তাকে ভালোবাসায় ভিজিয়ে দিও।
কোনো একলা থাকার দিনে
যদি ছেলেটির মন খারাপ থাকে
মন বসে না কোনো কাজে
ওহে আকাশ তুমি
সকল আশঙ্কা দূরীভূত করে
তাহাকে শান্তি দিও এতটুকু।
যদি কোনোদিন রাত্রিগুলো দুর্বিষহ কাটে
সাধারণ জীবনে নেমে আসে
কোনো দুর্ঘটনার রেশ,
ওহে আঁধার কালো রাত
তুমি আলোর ঝলকানিতে ভরে দিও
ছেলেটির অন্ধকার জীবন।
শীত হোক ,হোক বর্ষা
সব মৌসুমে যেনো উবে না যায়
তার হাসি,
আড্ডা চলুক , হাসিমুখে
ডাক বাংলো রোডে রোজই।
পূরণ হোক তার শত ইচ্ছা
ছেলেটির তবুও মন খারাপ না হোক
সমুদ্রের স্বাদ নিয়ে
একদিন সেও বলুক
আমার মন খারাপ উড়ে গেছে আজ
পাখির মতো দূরে ডানা মেলে
দূরে থেকেও কাছে ছিলে তুমি
হয়তো তাই!

No comments:
Post a Comment