Tuesday, 20 April 2021

"আমি এবং তুমি"






তোমার আমার ভালোবাসায়
বিপত্তি দেখি শত শত
সম্ভবনা ও কম নয়
তবে তোমার আমার ভালোবাসায়
বিপত্তি নয়
কোনো শহর ,কোনো রাষ্ট্র
কিংবা রাজনৈতিক দল!
বিপত্তি নয়
বিপ্লবী আমজনতা
অসময়ে অন্ধকার কিংবা উত্তাল সমুদ্র
বিপত্তি বলো কিংবা বলো বাঁধা
সেতো কেউ নয়
শত্রু বলো কিংবা মিত্র বলো
আমাদের ভালোবাসায়
বড় বিপত্তি
আমি এবং তুমি!!

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...