Thursday, 8 April 2021

শ্যাওলা


পুরানো জীর্ণ শীর্ণ রঙচটা দেয়ালে
জমে থাকা সবুজ শ্যাওলার
একচ্ছত্র আস্তরণ আমি!
লতা-পাতা ,ঘাস জন্মে 
আমার স্বাধীনতার উপর বিস্তৃত হয়ে
শাসন করে 
বিরাজমান তুমি।
আমি তুমির মিশ্রণে
আমাদের গল্প 
সবুজ শ্যাওলার উপর ঠাঁই পেয়ে
একটু একটু করে ধাবিত হয়,
কখনো বৃষ্টি আসে রোদ্দুর আসে
কখনো রাতের অন্ধকার 
নিয়ে আসে ভয়।


2 comments:

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...