Tuesday, 6 April 2021

শহর


শহরটা ইট পাথরের ,দালান সারি সারি
কত না রঙিন পৃথিবী সেথায়
রাস্তায় চলে গাড়ি।
সেথায় এতো এতো ভীড় ,সব সাজানো নাটক যেনো
শহরটা ইট পাথরের,আমি ও ইট পাথর হবো !
শহরটা রঙ তামাশার,মানুষ যেনো স্থবির
দালান কোঠার ফাঁকে আকাশ খুঁজি
পাই না আপন কোনো নীড়।
শহরটায় ইট পাথরের,অনেক অনেক মানুষ
শহরটা ছেড়ে পারি দিবো ,অনেক অনেক দূর!
শহরটা ইট পাথরের 
আমি ও তাই ইট পাথর হবো !
একাই দাঁড়িয়ে থাকবো অবলোকন করবো 
এই শহরটাকে,ইট পাথরের উঁচু দালান হবো।
শহরটা ইট পাথরের........

______শহর 

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...