Saturday, 29 May 2021



অদৃশ্য দেয়াল 
অজানা খেয়াল 
দ্বিধান্বিত জীবন যাপন।
উঠেছে তুফান, 
ঝড়ের আশঙ্কা
আঘাতের সম্ভবনা যেনো ভয়াল!
অস্থির মনোভাব
দূরত্ব বিশাল
কাঁটাতারে ঝুলছে লাশ
রক্তের বন্যা 
চারিদিকে লাল!
আত্মার মৃত্যুর নির্মম নির্যাতন
চলছে নিয়মিত
আজ, পরশু কিংবা আগামীকাল,
বেঁচে আছে শুধু দেহখানি
অভিনয় সেতো সকাল বিকাল।

Saturday, 22 May 2021

"অনুকূল- প্রতিকূল"




যখন পুরো পৃথিবী তোমার প্রতিকূলে বিরাজমান থাকে
তখন আমার মন থাকে তোমার অনুকূলে।
তোমার সাথে আমার যে অদ্ভুত অনুভূতির লেনা দেনা
মনে হয় একদিন এর ব্যবধান হলে হয়তো
বিচূর্ণ হয়ে যাবে আমার এই পৃথিবী!
এদিকে আমার অবস্থা চলন সই
মনে হয় এই বেঁচে আছি,এই বেঁচে নেই
শরীর এ হয়েছে এক বিষফোঁড়া
আমার মনটা বাদে সব কিছু যেনো 
বিষে নীল রং ধারণ করেছে।
মুখের উপরের ভাঁজে পড়েছে এক ফোস্কা
তবু মন বলে তোমার পানে ছুটে চলি
প্রতিকূলে বিরাজমান হোক না এই পৃথিবীর সব
আমি না হয় তোমার অনুকূলে থাকি 
একটুখানি!

Friday, 21 May 2021

"স্তব্ধতা"


স্তব্ধতার আরেক নাম চোখ বন্ধ করে সব কিছু সহ্য করা।
স্তব্ধতার আরেক নাম নিঃশ্বাস ত্যাগ করতে খুব কষ্ট হওয়া।
স্তব্ধতার আরেক নাম নিজের চিন্তা ধারার একটা মানুষ খুঁজে না পাওয়া।
স্তব্ধতার রেশ না কাটে যখন তখন অশ্রুর ধারা বর্ষণ হয় অবিরত।
স্তব্ধতা ঠিক যেনো ,এক বন্ধ ঘরে তালা মেরে রাখার মতো।


Thursday, 20 May 2021

"মস্তিষ্ক এবং মন"



একটি সাদা রঙের কাঁচের স্বচ্ছ বোতল এ পাশ থেকে ভেতরটা যেমন পরিষ্কার দেখা যায়, ততটা সুন্দর করে আমাদের মনটাকে আমরা দেখতে পাই না।
খুব অদ্ভুত এই মন নামক জিনিসটা, 
মনের ভেতরে কানায় কানায় ময়লা জমে, শেওলা জমে, শুষ্ক আবহাওয়া তৈরি হয়, মাঝে মধ্যে খুব ঝড় হয়, কাল বৈশাখীর ঝড়। আবার সেই ঝড় থেমেও যায় ,রোদ উঠে ,দক্ষিণা হাওয়া বইতে থাকে আবার। 
কখনো এই ঝড় এসে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায় । তখন আবার একটু হাসতে ভালো লাগে,
কারোও হাসি দেখতে ভালো লাগে কিংবা হাসির কারণ হতে ভালো লাগে। মন যখন যা চায় তা করতে পারলে বেচারা খুব খুশি থাকে। কিন্তু সমস্যা হয় তখন যখন মন আর মস্তিষ্কের দ্বিধান্বিত আচরণ হয় , 
মস্তিষ্ক বলে ,"ওহে এসব এখন নহে
এদিকে মন বলে,"এখন নয় তো কবে"
বিপরীতমুখী এই স্বতন্ত্র আচরণ এ মন আর মস্তিষ্ক দুইজনেই জয়ী হতে চায় প্রকৃতির অদ্ভুত এই প্রতিযোগিতায়। কিন্তু দিনশেষে জয় হয় বাস্তবতার, সেখানে হয় মনের সিদ্ধান্ত খুন করে  মস্তিষ্কের ক্ষমতা মেয়ে নেয় কেউ কেউ। কেউ একটু ব্যতিক্রম হতে গিয়ে দিনশেষে অঙ্কের হিসাবটা পাল্টে দিয়ে মনের সাথে একমত হয়ে পথ চলে।তাই তো হাজার ও মনের মৃত্যু মিছিলে কেউ কেউ সুখের হাসি হেসে বেঁচে থাকে এই শহরে।
____________নিশাত আনজুম

Saturday, 15 May 2021

"দহন"


"হাতের মধ্যে আঙ্গুলের ডগায়
পড়েছে এক ফোস্কা
ইতিমধ্যে তীব্র গরম
কাল বৈশাখী ঝড়, প্রচন্ড বাতাসে
নাজেহাল দশা।
দক্ষিণের জানালার কপাটের
খটমট শব্দ শুনে
বৃষ্টি দেখতে যাওয়া,
হাত বাড়িয়ে পোড়া আঙ্গুলে
বৃষ্টি ছুঁয়ে দেখা।
অদ্ভুত এক দহন হলো যেনো শুরু
পোড়া আঙ্গুল থেকে সারাদেহে
ছড়িয়ে গেলো আমার দুৃঃখগুলো।
অনুভূতিগুলো পানসে হয়ে
বৃষ্টির সাথে ঝরে পড়ে
দুঃখের তীব্রতা কমে আসুক
পোড়া মন রোজ এই প্রার্থনা করে।"
-------নিশাত আনজুম

"দোদুল্যমান"


"যা আপনার কাছে নাম মাত্র দুঃখের মনে হয়, তা আমার জীবনে অসহনীয় এক যানজট বলা যায়, জীবনের এই রাস্তায়। আমি শত চেষ্টা করি কাটিয়ে যাওয়ার তবুও যানজট লেগেই থাকে। তীব্র রোদে পোড়ে যেমন আঙ্গার হয়ে থাকে ফসলের ক্ষেত,তেমনি আমার হৃদয়ে ক্ষরা আর যন্তনা হয় রোজ।
না সেই ঘা শুকায়, না কোনো ঔষধ আছে।
দোদুল্যমান আমি আর আমার দুঃখ এক যানজটে স্থবির এই শহরের অগণিত মানুষ এর ভীড়ে রোজ অভিনয় করি ভালো থাকার।"

Tuesday, 4 May 2021

"হিবিজিবি(১)"


ধরুন,আপনার অনুভূতি গুলো একটা ঘরে বদ্ধ। এগুলো দরজার ফাঁক দিয়ে বের হতে চায়, জানলা দিয়ে বের হতে চায়। আপনি সুযোগ ও দিলেন সেগুলো বের হোক , একটু শ্বাস নেক। কারণ অনুভূতির অনেক কষ্ট হয় দিনের পর দিন এই একটা ঘরে থাকতে গিয়ে। ওরা বের হলো, আপনার মগজে কখনো খুশির দোলা দিলো ,কখনো দুৃঃখের জোয়ার দিলো। অতঃপর এরা পথ প্রান্তর পেরিয়ে, সমুদ্র দেখলো , পাহাড় দেখলো। অনুভূতিগুলো ঘরে ফিরতে চায় না কখনো।
কিন্তু পৃথিবীর বুকে সৌন্দর্য যেমন আছে, পদে পদে বিছানো আছে লৌহমর্ষক কাঁটা। অনুভূতিগুলো জানতো না সৌন্দর্য দেখতে গিয়ে রক্তাক্ত হয়ে ফিরতে হবে বাড়ি। 
যে সৌন্দর্য উপভোগ এর লোভ নিয়ে বের হয়েছিলো তা যদি জানতো অনুভূতি, ঘুনাক্ষরেও ঐ অন্ধকার গৃহ ছেড়ে আসতো না তবে।
আড়ালে লুকিয়ে থেকে অন্ধকার ঘরে মৃত্যুর যে স্বাদ রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ এর সেই স্বাদ এক নয় কখনোই এই পৃথিবীর বুকে!

Monday, 3 May 2021

"দ্য কম্পাউন্ড এফেক্ট"( বই রিভিউ-০৪)



একটা বই যখন পুরষ্কার হাতে আপনার কাছে আসে আর আপনি যদি বইপ্রেমীদের দলে হয়ে থাকেন নিশ্চিত আপনার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে!
এই সময়টা যখন খুব কঠিন চলছে বলা যায়, পাশাপাশি মানসিক অবসাদ ভর করেছে মাথার উপরে বলতে পারি " দ্য কম্পাউন্ড এফেক্ট" আপনার জন্য হতে পারে সেরা একটি বই ।
বইটির লেখক ড্যারেন হার্ডি এমন একটি বই লিখেছেন, যদি আপনি চান আপনার জীবনকে একটা ট্র্যাকে আনতে ,সফল হতে চান আপনার কল্পনাগুলোকে সঙ্গে করে এই বই পড়লে অনুভব করতেই হবে আপনি ঠিক কোথায় ভুল করছেন সঠিক ট্র্যাকে আসতে। ১৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই বইটিতে ছড়িয়ে আছে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক যা রীতিমতো আমাকেও অবাক করেছে!আমি সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি খুব সংক্ষেপে।
১. অনেক এই মনে করেন তার জীবনের সফলতা নির্ভর করে তার স্মার্টনেসের উপর। কিন্তু ড্যারেন হার্ডি বলেছেন, আপনার কর্ম নৈপুণ্যের অভাব পূরণে প্রয়োজন শুধুমাত্র তিন-চার গুণ বেশি পরিশ্রম করা ,কঠোর পরিশ্রম করা আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভের জন্য।
২. জীবনে আপনি যদি ১ নম্বর হতে চান তাহলে আপনাকে অবশ্যই সহ্য করতে হবে অসহ্য যন্ত্রণা আর ব্যর্থতার হতাশা, একাকীত্ব এবং করতে হবে কঠোর পরিশ্রম।
৩. আপনার জীবনের পছন্দ হচ্ছে আপনার প্রতিটা ফলাফলের মূল । আমাদের পছন্দ গুলো আমাদের হাতেই থাকে ,একবার ভুল হলে সেগুলোর জন্য খেসারত আমাদের ই দিতে হয়।
৪.যেকোনো কাজের প্রতি আপনাকে আপনার ১০০%‌ দেওয়ার ক্ষমতা থাকতে হবে।
৫. আপনার জীবনের অভ্যাসগুলো পরিবর্তন করতে হলে আপনাকে সবচেয়ে বেশি নজরদারি আপনার নিজের উপরেই রাখতে হবে।
৬.আপনি যত আগে ছোট ছোট পরিবর্তন ঘটাতে শুরু করবেন তত দ্রুত তার ফলাফল পাওয়া শুরু করবেন।
৭. জীবনে কোনো কাজ শুরু করার প্রথম পদক্ষেপ শুরু করার সময় সবচেয়ে বেশি কঠিন মনে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছোটখাটো বিষয় গুলো আমাদের জীবন বদলে দেয়।
৮. জীবনের সব কিছু বদলে যাওয়া নির্ভর করে আপনার সামর্থ্যের উপরে।
৯. আপনি যদি একটা ভালো অভ্যাস প্রতিনিয়ত বজায় রাখতে চান , অবশ্যই সতর্ক থাকুন।এতে সফলতার সম্ভাবনা বেড়ে যায়।
১০. সাফল্যের সঙ্গীকে খুঁজে বের করুন।যা খুব ই গুরুত্বপূর্ণ।
১১.জীবনে আপনার চ্যালেঞ্জ যত বড় হবে রুটিন তত কঠিন হওয়া অত্যাবশ্যক।
১২. আপনার জীবনে যা কিছু আছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সৃষ্টিকর্তার প্রতি।
১৩.যেকোনো কাজে ধারাবাহিকতা বজায় রাখা সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ।
১৪.আপনার পছন্দ এবং আপনার প্রতিটি কাজের পিছনে আর কেউ নয় আপনি দায়ী!
১৫. আপনার স্বপ্নগুলো পূরণের জন্য কখনো কখনো আপনাকে আপনার গন্ডির বাইরে যেতে হয়।না হয় শিকড় আবদ্ধ হয়ে পড়ে।
১৬. নিজেকে নিজের বড় প্রতিপক্ষ ভাবুন।
এ তো গেলো কিছু মূল কথা , পুরো বইয়ে লেখক এমন অসংখ্য উদাহরণ এবং সফল ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন, পাশাপাশি যারা ব্যর্থ কেনো ব্যর্থ তাও সুন্দর করে তুলে ধরেছেন। আপনার বদ অভ্যাস গুলো ত্যাগ করতে , জীবনে আরো সফল হতে, সফল সঙ্গী পেতে , মেন্টর বাছাইয়ের জন্য পুরো বইয়ে রয়েছে অসংখ্য সামারি একশন স্টেপ।
বইয়ের শেষে লেখক পাঁচজন ব্যক্তির নাম লিখেতে বলেছেন,যাদের আপনি শেয়ার করতে চান এবং চাষ তারাও সফল হোক। 
ইতিমধ্যে বইটি আমার পছন্দের তালিকায় চলে এসেছে , আপনিও তাই দেরি না করে পড়ে ফেলুন অসাধারণ এই বইটি😊


Sunday, 2 May 2021

"কুঁড়েঘর"


আজ আকাশের কাছাকাছি পৌঁছে গেছি 
শুধু স্বপ্ন ছোঁয়ার আকাঙ্ক্ষাতে,
আজ রোদ্দুরের গল্প হবো 
সবুজ পাহাড় ঘেরা কোনো এক নগরীতে,
আজ ক্লান্ত দুচোখ এ তোমায় খুঁজবো না আর
হাত বাড়িয়ে দিবো না আবার
ডুবে যাবো এই অরণ্য মাঝে।
তোমাকে বিদায় জানিয়ে এসেছি 
এই সবুজ পাহাড় মেঘের লুকোচুরি খেলার সাথে
ছুটে যাবো আজ একলা একাই
 আমার ছোট্ট কুঁড়েঘরে।

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...