যখন পুরো পৃথিবী তোমার প্রতিকূলে বিরাজমান থাকে
তখন আমার মন থাকে তোমার অনুকূলে।
তোমার সাথে আমার যে অদ্ভুত অনুভূতির লেনা দেনা
মনে হয় একদিন এর ব্যবধান হলে হয়তো
বিচূর্ণ হয়ে যাবে আমার এই পৃথিবী!
এদিকে আমার অবস্থা চলন সই
মনে হয় এই বেঁচে আছি,এই বেঁচে নেই
শরীর এ হয়েছে এক বিষফোঁড়া
আমার মনটা বাদে সব কিছু যেনো
বিষে নীল রং ধারণ করেছে।
মুখের উপরের ভাঁজে পড়েছে এক ফোস্কা
তবু মন বলে তোমার পানে ছুটে চলি
প্রতিকূলে বিরাজমান হোক না এই পৃথিবীর সব
আমি না হয় তোমার অনুকূলে থাকি
একটুখানি!

No comments:
Post a Comment