আজ আকাশের কাছাকাছি পৌঁছে গেছি
শুধু স্বপ্ন ছোঁয়ার আকাঙ্ক্ষাতে,
আজ রোদ্দুরের গল্প হবো
সবুজ পাহাড় ঘেরা কোনো এক নগরীতে,
আজ ক্লান্ত দুচোখ এ তোমায় খুঁজবো না আর
হাত বাড়িয়ে দিবো না আবার
ডুবে যাবো এই অরণ্য মাঝে।
তোমাকে বিদায় জানিয়ে এসেছি
এই সবুজ পাহাড় মেঘের লুকোচুরি খেলার সাথে
ছুটে যাবো আজ একলা একাই
আমার ছোট্ট কুঁড়েঘরে।

No comments:
Post a Comment