Saturday, 15 May 2021

"দোদুল্যমান"


"যা আপনার কাছে নাম মাত্র দুঃখের মনে হয়, তা আমার জীবনে অসহনীয় এক যানজট বলা যায়, জীবনের এই রাস্তায়। আমি শত চেষ্টা করি কাটিয়ে যাওয়ার তবুও যানজট লেগেই থাকে। তীব্র রোদে পোড়ে যেমন আঙ্গার হয়ে থাকে ফসলের ক্ষেত,তেমনি আমার হৃদয়ে ক্ষরা আর যন্তনা হয় রোজ।
না সেই ঘা শুকায়, না কোনো ঔষধ আছে।
দোদুল্যমান আমি আর আমার দুঃখ এক যানজটে স্থবির এই শহরের অগণিত মানুষ এর ভীড়ে রোজ অভিনয় করি ভালো থাকার।"

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...