স্তব্ধতার আরেক নাম চোখ বন্ধ করে সব কিছু সহ্য করা।
স্তব্ধতার আরেক নাম নিঃশ্বাস ত্যাগ করতে খুব কষ্ট হওয়া।
স্তব্ধতার আরেক নাম নিজের চিন্তা ধারার একটা মানুষ খুঁজে না পাওয়া।
স্তব্ধতার রেশ না কাটে যখন তখন অশ্রুর ধারা বর্ষণ হয় অবিরত।
স্তব্ধতা ঠিক যেনো ,এক বন্ধ ঘরে তালা মেরে রাখার মতো।

No comments:
Post a Comment