একটি সাদা রঙের কাঁচের স্বচ্ছ বোতল এ পাশ থেকে ভেতরটা যেমন পরিষ্কার দেখা যায়, ততটা সুন্দর করে আমাদের মনটাকে আমরা দেখতে পাই না।
খুব অদ্ভুত এই মন নামক জিনিসটা,
মনের ভেতরে কানায় কানায় ময়লা জমে, শেওলা জমে, শুষ্ক আবহাওয়া তৈরি হয়, মাঝে মধ্যে খুব ঝড় হয়, কাল বৈশাখীর ঝড়। আবার সেই ঝড় থেমেও যায় ,রোদ উঠে ,দক্ষিণা হাওয়া বইতে থাকে আবার।
কখনো এই ঝড় এসে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায় । তখন আবার একটু হাসতে ভালো লাগে,
কারোও হাসি দেখতে ভালো লাগে কিংবা হাসির কারণ হতে ভালো লাগে। মন যখন যা চায় তা করতে পারলে বেচারা খুব খুশি থাকে। কিন্তু সমস্যা হয় তখন যখন মন আর মস্তিষ্কের দ্বিধান্বিত আচরণ হয় ,
মস্তিষ্ক বলে ,"ওহে এসব এখন নহে
এদিকে মন বলে,"এখন নয় তো কবে"
বিপরীতমুখী এই স্বতন্ত্র আচরণ এ মন আর মস্তিষ্ক দুইজনেই জয়ী হতে চায় প্রকৃতির অদ্ভুত এই প্রতিযোগিতায়। কিন্তু দিনশেষে জয় হয় বাস্তবতার, সেখানে হয় মনের সিদ্ধান্ত খুন করে মস্তিষ্কের ক্ষমতা মেয়ে নেয় কেউ কেউ। কেউ একটু ব্যতিক্রম হতে গিয়ে দিনশেষে অঙ্কের হিসাবটা পাল্টে দিয়ে মনের সাথে একমত হয়ে পথ চলে।তাই তো হাজার ও মনের মৃত্যু মিছিলে কেউ কেউ সুখের হাসি হেসে বেঁচে থাকে এই শহরে।
____________নিশাত আনজুম

No comments:
Post a Comment