ধরুন,আপনার অনুভূতি গুলো একটা ঘরে বদ্ধ। এগুলো দরজার ফাঁক দিয়ে বের হতে চায়, জানলা দিয়ে বের হতে চায়। আপনি সুযোগ ও দিলেন সেগুলো বের হোক , একটু শ্বাস নেক। কারণ অনুভূতির অনেক কষ্ট হয় দিনের পর দিন এই একটা ঘরে থাকতে গিয়ে। ওরা বের হলো, আপনার মগজে কখনো খুশির দোলা দিলো ,কখনো দুৃঃখের জোয়ার দিলো। অতঃপর এরা পথ প্রান্তর পেরিয়ে, সমুদ্র দেখলো , পাহাড় দেখলো। অনুভূতিগুলো ঘরে ফিরতে চায় না কখনো।
কিন্তু পৃথিবীর বুকে সৌন্দর্য যেমন আছে, পদে পদে বিছানো আছে লৌহমর্ষক কাঁটা। অনুভূতিগুলো জানতো না সৌন্দর্য দেখতে গিয়ে রক্তাক্ত হয়ে ফিরতে হবে বাড়ি।
যে সৌন্দর্য উপভোগ এর লোভ নিয়ে বের হয়েছিলো তা যদি জানতো অনুভূতি, ঘুনাক্ষরেও ঐ অন্ধকার গৃহ ছেড়ে আসতো না তবে।
আড়ালে লুকিয়ে থেকে অন্ধকার ঘরে মৃত্যুর যে স্বাদ রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ এর সেই স্বাদ এক নয় কখনোই এই পৃথিবীর বুকে!

No comments:
Post a Comment