Saturday, 29 May 2021



অদৃশ্য দেয়াল 
অজানা খেয়াল 
দ্বিধান্বিত জীবন যাপন।
উঠেছে তুফান, 
ঝড়ের আশঙ্কা
আঘাতের সম্ভবনা যেনো ভয়াল!
অস্থির মনোভাব
দূরত্ব বিশাল
কাঁটাতারে ঝুলছে লাশ
রক্তের বন্যা 
চারিদিকে লাল!
আত্মার মৃত্যুর নির্মম নির্যাতন
চলছে নিয়মিত
আজ, পরশু কিংবা আগামীকাল,
বেঁচে আছে শুধু দেহখানি
অভিনয় সেতো সকাল বিকাল।

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...