অদৃশ্য দেয়াল
অজানা খেয়াল
দ্বিধান্বিত জীবন যাপন।
উঠেছে তুফান,
ঝড়ের আশঙ্কা
আঘাতের সম্ভবনা যেনো ভয়াল!
অস্থির মনোভাব
দূরত্ব বিশাল
কাঁটাতারে ঝুলছে লাশ
রক্তের বন্যা
চারিদিকে লাল!
আত্মার মৃত্যুর নির্মম নির্যাতন
চলছে নিয়মিত
আজ, পরশু কিংবা আগামীকাল,
বেঁচে আছে শুধু দেহখানি
অভিনয় সেতো সকাল বিকাল।

No comments:
Post a Comment