Saturday, 15 May 2021

"দহন"


"হাতের মধ্যে আঙ্গুলের ডগায়
পড়েছে এক ফোস্কা
ইতিমধ্যে তীব্র গরম
কাল বৈশাখী ঝড়, প্রচন্ড বাতাসে
নাজেহাল দশা।
দক্ষিণের জানালার কপাটের
খটমট শব্দ শুনে
বৃষ্টি দেখতে যাওয়া,
হাত বাড়িয়ে পোড়া আঙ্গুলে
বৃষ্টি ছুঁয়ে দেখা।
অদ্ভুত এক দহন হলো যেনো শুরু
পোড়া আঙ্গুল থেকে সারাদেহে
ছড়িয়ে গেলো আমার দুৃঃখগুলো।
অনুভূতিগুলো পানসে হয়ে
বৃষ্টির সাথে ঝরে পড়ে
দুঃখের তীব্রতা কমে আসুক
পোড়া মন রোজ এই প্রার্থনা করে।"
-------নিশাত আনজুম

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...