Thursday, 23 December 2021


"অমুক তোমার থেকে বেশি সুন্দর!
অমুক তোমার থেকে পড়াশোনায় বেশী ভালো!
অমুক তোমার থেকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে!
অমুক তোমার থেকে ভালো বিষয়ে পড়ে!" 

এই অমুক আমাদের জীবনের আশেপাশে অবস্থানরত কোনো ব্যক্তি । যার সাথে আমাদের প্রতিনিয়ত তুলনা চলতেই থাকে।আমরা আমাদের নিজস্ব অস্তিত্বের সংকটে রাত দিন ভুগতে থাকি শুধুমাত্র এই অমুক আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে তাই। পৃথিবীতে প্রতিটি ব্যক্তি স্বত্তার যে আলাদা সৌন্দর্য আছে তা খুব কম মানুষই দেখতে পায় । আমারা কখনো কখনো এতো মানুষের ভীড়ে নিজেকে ও দেখতে পারি না, নিজের সৌন্দর্যকে কখনো দেখতে পারি না। আর যদি নিজের মধ্যে অল্প কিছু খুঁজেও পাই ভালো কিছু ,তা হয় অন্যের সাথে তুলনা করে কাটিয়ে দেই ,না হয় অন্য কেউ আমাদের সাথে তুলনা করে কাটিয়ে দেয় ।এই দ্বিধাবোধে নিজেকে আর ভালোবাসা হয়ে উঠে না কখনো, না দেখা হয় নিজের বাইরের রুপ না দেখ নিজের আত্নিক সৌন্দর্য। 
খোঁজা হয় না নিজস্ব ভালো লাগা কিসে আমাদের? অন্যের চোখের স্বপ্ন গুলো নিজের স্বপ্ন হয়ে পৃথিবীতে হাহাকার করে বেড়ায় , সেগুলো শুকনো ফুলের মতো ঝরে পড়ার পর টের পাওয়া যায় যে, সেগুলো আসলে কোনোদিন আমাদের স্বপ্ন ই ছিলো না। আমরা অন্যের চোখের আলোয় আলোকিত হতে গিয়ে নিজেকে অন্ধকারে ঠেলে দেই। হারিয়ে যাই অতল গহ্বরে ধীরে ধীরে।
তাই নিজস্বতা আর স্বকীয়তা নিয়ে যতো দিন বেঁচে আছি ততক্ষণ না হয় থাকি এই পৃথিবীতে,দেখি না হয় ছোট কিছু স্বপ্ন কিন্তু সেগুলো হোক একান্তই ব্যক্তিগত। নিজেকে না হয় অন্যের চোখের আলোতে না দেখে, এবার নিজের চোখে অবলোকন করি। নিজেকে এবার আয়নার সামনে দাঁড়িয়ে একটু বলি তুমি ভিতরে বাইরে সুন্দর সব দিকে। তোমার তুলনা শুধু তুমি!
যাতে স্বপ্ন ভাঙ্গার পর আর না মনে হয় এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো বোঝা ছিলো । যাতে কারো সাথে তুলনা না করে কাঁচের আয়না ভেঙে ফেলতে না হয় কোনোদিন!

২৩.১২.২০২১
|||নিশাত আনজুম|||

Sunday, 19 December 2021



যদি কখনো চুপচাপ বসে থাকো
কোটি মানুষের ভীড়ে
নিজেকে মনে হয় ,এই পৃথিবীতে
নিছক এক কল্পনায় রয়েছো ঘিরে।
তবে ধরে নিতে পারো তুমি আছো‌ এক 
শুণ্যতার শেষ স্তরে।
তুমি আছো আলাস্কার সেই খানে 
যেখানে দিন রাত্রি একসাথে খেলা করে।


যদি মন খারাপ থাকলে চাঁদকে মনে হয়
নিত্য সঙ্গী আর জোছনাকে মনে হয়
অন্তরের আলো,
তাহলে অসীমের পথে যাত্রা শুরু
রাত্রি যত ই হোক না ঘুটঘুটে 
থাকুক অমাবস্যা কিংবা আঁধার-কালো।




যদি সন্ধ্যা নামলেই তুমি আনমনে শোনো
বৃষ্টি নামার গান
আনন্দের বাণী শুনতে 
এই পৃথিবী তোমাকেই করবে আহ্বান। 

যদি চুপচাপ দাঁড়িয়ে থেকে
পাও শুণ্যতার স্বাদ।
যদি মন খারাপের দিনগুলোতে
তুমি আকাশের মেঘ হয়ে উড়ে বেড়াও।
যদি সন্ধ্যা নামার শেষ প্রহরে অপেক্ষা
এসে ভর করে তোমার জীবনে
তবে হেসে উড়িয়ে দিয়ো সব শুণ্যতাকে
সব কিছুর অবসান হবে একদিন
শুণ্যতার বসবাস কি হৃদয়ে থাকবে 
আদৌ চিরদিন!






Sunday, 12 December 2021

মৃত্যু সেতো অনাকাঙ্ক্ষিত এক ঘন্টা যা যেকোনো সময় বাজতে পারে ! পৃথিবীতে যখন থেকে এই দেহঘড়ি টিকটিক করে চলা শুরু করলো আমাদের জন্মের মধ্যে দিয়ে ঠিক তখন থেকেই গণনা শুরু হয়ে গেছে বিদায় ঘন্টার। কোথায়, কিভাবে কিংবা কোন সময়ে আমাদের জীবনে আগমন ঘটবে মৃত্যুর আমরা কেউ জানি না। জানি যতক্ষণ বেঁচে আছি,যতক্ষণ এ পৃথিবীতে আছি সবকিছু আমাদের হাতের এই মুঠোয় ভরা আছে।
আমাদের হাতেই এটা যে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ বা ততদিন কি কাজ করে যাবো এই পৃথিবীতে! ভালো ব্যবহার করবো নাকি খারাপ করবো , যুদ্ধ করবো নাকি শান্তিতে বসবাস করবো , কাউকে কথা দিয়ে কষ্ট দিবো নাকি কাউকে একটুখানি সাহায্য করে দিনশেষে পরম আনন্দ নিয়ে ঘুমিয়ে যাবো। হাসিখুশি থাকবো নাকি দুঃখের সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যাবো এক নিমিষেই! মৃত্যুর আগেই কি মরে যাবো নাকি পৃথিবীতে প্রতিটি মূহুর্ত যা আমাদেরকে আমাদের সৃষ্টি কর্তা ধার দিয়েছেন সুন্দর করে সেই মূহূর্তে দুঃখ সুখের আবেশ মিশিয়ে জীবনকে উপভোগ করে যাবো দুচোখ বন্ধ হবার আগ পর্যন্ত। থাকুক না সব ঝড় ঝঞ্ঝা আর অসহনীয়তা জীবনে , মৃত্যুর আগেই না মরে বরং বিদ্যুৎ এর তীব্র ঝলকানিতে যেমন পুরো আকাশ জুড়ে হাসির জোয়ার চলে আমরাও হিসাব নিকাশ বন্ধ করে নিজেকে একটু সময় দেই আর ভালো থাকতে শিখি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য 😊।


Sunday, 5 December 2021

একটা সময় কোলাহল আমার খুব ভালো লাগতো । আশেপাশে অনেক মানুষ থাকবে ,যাদের সাথে আমি কথা বলবো ,প্রাণ খুলে গল্প করবো ,ঠিক এমনটাই চাইতাম আমি । কথা বলার ক্ষেত্রে এমন নয় যে খুব বাঁচাল আমি কিন্তু সবার সাথে মিশে যাওয়ার একটা প্রবণতা বেশি আমাকে আজ অবদি টানে। নতুন মানুষ, নতুন কত রকম কথা বার্তা,কত রকম স্বপ্ন কতজনের আবার কত রকম দুঃখের ও গল্প আছে সবার। কিন্তু ভীড়ের মধ্যে গিয়ে টের পেলাম সেখানে নিজের মতাদর্শ আর অস্তিত্ব টিকিয়ে রাখা বড্ড বেশী কঠিন। না প্রতিবাদ করা সহজ, না জয়ী হওয়া সহজ। চুপ করে থাকাটাও একটা তীব্র কষ্টের কারণ হয়। তখন একাকীত্ব বিলাস করা খুব কঠিন হতে থাকলো আমার জন্য।
একটা সময় পর আমি ভীড়ের মধ্যে ও একাই হয়ে গেলাম ধীরে ধীরে নিজস্ব মতাদর্শের কারণে। কিন্তু টের পেলাম একাকীত্ব বিলাস তীক্ততা হলেও এতোটা খারাপ নয়। সন্ধ্যায় ক্যাম্পাস থেকে শেষ বাসে একা ফিরে আসা এখন আমার ভালোই লাগে । ইয়ারফোনের প্যাঁচানো তারের মতো আমার জীবন জটিল লাগলেও নিজেকে ব্যস্ততায় দেখে সুখী লাগে।
অপরিচিত মানুষ এর সাথে হাসি দিয়ে কথা বলতে এখানো আগের মতোই আনন্দ বোধ করি। নতুনত্ব পাই যেখানে আগের মতোই ছুটে চলি। তবে দেখার প্রেক্ষাপটগুলো বদলে গেছে এই পার্থক্য এখন।
আগে অনেক বেশি অনুযোগ করতাম ,কেনো সবাই অনেক আনন্দে আত্মহারা, আমি ব্যথায় কাতর। কিন্তু দিনশেষে ক্লান্ত শ্রান্ত নিজেকে আশেপাশের মিথ্যাচার থেকে একটুখানি দূরে দেখে , পুরাতন গানের কলি শুনতে ঘরে ফেরা বিরক্তিকর লাগে না। প্রতিনিয়ত স্বপ্ন দেখতে দেখতে নিজেকে নিজেই বুঝতে পারা , নিজের সাথে নিজেই কথা বলা নিছক লাগে না আর ।
একাকীত্ব জীবনে আশীর্বাদ আমার কারণ নিজেকে নিজের মতো গুছিয়ে চলছি একলা একাই । 



Saturday, 4 December 2021




মাঝে মাঝে মনে হয় আমি এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ গুলোর একজন এই আমি । হয়তো তাই আমি.......।
আমার মৃত্যু ঘটুক খুব অনাকাঙ্ক্ষিত ভাবে, সড়ক দুর্ঘটনায়।হয়ে যাক আমার লাশ ছিন্ন ভিন্ন।
যেভাবে মৃত্যু হয় কাউকে খুন করলে ,তার পর অপরাধী হিসেবে ফাঁসি হয় ঠিক সেই ভাবে হোক আমার মৃত্যু। পৃথিবীতে করা সব পাপ ধুয়ে মুছে যাক।
আমার মৃত্যু ঘটুক , কোনো অন্ধকার বন্ধ করে দম বন্ধ হয়ে যাতে আমি অন্ধ হয়ে যাই আলোর দিশা না দেখতে পেয়ে একটু একটু করে! আমার মৃত্যু ঘটুক ঠিক, তোমাদের পরিচিত সব মানুষের সামনে, আমার নিথর চোখ দিয়ে আমি এই পৃথিবীতে আমার সব কিছু মুছে দিয়ে নির্মম এক মৃত্যু কামনা করি আমার!

Friday, 3 December 2021

অতর্কিত!

হুট করে যখন  অতর্কিত ভাবে কোনো ছোট্ট কারণে কিংবা বড় কারণে অথবা কোনো কারণ ছাড়াই কাছের কোনো মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় ,যার সাথে আপনি সব সময় কথা বলতেন তখন খুব বেশি কষ্ট হতে থাকে ।শত শত কাজ আর ব্যস্ততায় দিনাতিপাত হয় আপনার কিন্তু আপনি তবু ও কষ্টের পরদ নিয়ে হাসিখুশি ঘুরে বেড়াচ্ছেন সারাবেলা।সেই ব্যক্তি হতে পারে আপনার কোনো আত্নীয়,কোনো কাছের বন্ধু বা বান্ধবী কিংবা কোনো অপরিচিত মানুষ।যার সাথে হয়তোবা আপনার হুট করেই পরিচয়। আপনি হয়তোবা চান না কখনোই এই মানুষ গুলো আপনার জীবন থেকে বিদায় নেক।
যেমনটা ধরুন,আপনি কোথাও ঘুরতে গেলে সাথে আর কিছু থাকুক না থাকুক একটা ব্যাগ অবশ্যই থাকে। ঠিক তেমনি এই মানুষগুলোর প্রস্থানে  দুঃখগুলো আপনার সাথে ঐ ট্রাভেল ব্যাগের মতো আপনার নিত্যসঙ্গী হয় সব সময়।কখনোই পিছু ছাড়ে না এই কষ্টগুলো। সময়ের সাথে হয়তো অনেক কিছু ই পরিবর্তন হয় কিন্তু আঘাত এর চিহ্ন দগদগ করে মনের মধ্যে ‌সর্বদা।


Thursday, 2 December 2021

আমাদের শিক্ষা জীবনের প্রতিটি ধাপে ধাপে আমরা অনেক মানুষ এর সাথে মিশি। স্কুলে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের জীবনে আগমন ঘটে নানা ধরনের মানুষ এর। সব জায়গায় আমাদের কাছের কিছু বন্ধু হয়। ছোটবেলার প্রিয় বন্ধু গুলো যখন হুট করে অন্য স্কুলে চলে যায় বাহ অন্য কোনো শহরে তখন হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের সাথে একটা সময় ।আবার কলেজ এ পড়া বন্ধু বান্ধবী বা বিশ্ববিদ্যালয় শেষ করার পর ও হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক এর সাথে। সময় যায় সময়ের মতোই তার নিজস্ব গতিতে ।আর আমরা ও অনেক ব্যস্ত থাকি আমাদের নিয়ে ।কিন্তু দিন শেষে ঠিক সেই হারিয়ে যাওয়াবন্ধু বা বান্ধবীর কথা একটু করে যখন মনে পড়ে তখন ঐ মানুষেটার সাথে দেখা বা না কথা ছাড়াও শুধুমাত্র জমানো স্মৃতির মাধ্যমে এই একটা অদ্ভুত সংযোগ সৃষ্টি হয়! স্মৃতি রোমন্থন করার এই সংযোগের অপর প্রান্তে কোনো খবর কখনোই পৌঁছে না , কিন্তু কি অদ্ভুত একটা সংযোগ নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকে আজীবন।


পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...