Friday, 3 December 2021

অতর্কিত!

হুট করে যখন  অতর্কিত ভাবে কোনো ছোট্ট কারণে কিংবা বড় কারণে অথবা কোনো কারণ ছাড়াই কাছের কোনো মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় ,যার সাথে আপনি সব সময় কথা বলতেন তখন খুব বেশি কষ্ট হতে থাকে ।শত শত কাজ আর ব্যস্ততায় দিনাতিপাত হয় আপনার কিন্তু আপনি তবু ও কষ্টের পরদ নিয়ে হাসিখুশি ঘুরে বেড়াচ্ছেন সারাবেলা।সেই ব্যক্তি হতে পারে আপনার কোনো আত্নীয়,কোনো কাছের বন্ধু বা বান্ধবী কিংবা কোনো অপরিচিত মানুষ।যার সাথে হয়তোবা আপনার হুট করেই পরিচয়। আপনি হয়তোবা চান না কখনোই এই মানুষ গুলো আপনার জীবন থেকে বিদায় নেক।
যেমনটা ধরুন,আপনি কোথাও ঘুরতে গেলে সাথে আর কিছু থাকুক না থাকুক একটা ব্যাগ অবশ্যই থাকে। ঠিক তেমনি এই মানুষগুলোর প্রস্থানে  দুঃখগুলো আপনার সাথে ঐ ট্রাভেল ব্যাগের মতো আপনার নিত্যসঙ্গী হয় সব সময়।কখনোই পিছু ছাড়ে না এই কষ্টগুলো। সময়ের সাথে হয়তো অনেক কিছু ই পরিবর্তন হয় কিন্তু আঘাত এর চিহ্ন দগদগ করে মনের মধ্যে ‌সর্বদা।


No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...