মৃত্যু সেতো অনাকাঙ্ক্ষিত এক ঘন্টা যা যেকোনো সময় বাজতে পারে ! পৃথিবীতে যখন থেকে এই দেহঘড়ি টিকটিক করে চলা শুরু করলো আমাদের জন্মের মধ্যে দিয়ে ঠিক তখন থেকেই গণনা শুরু হয়ে গেছে বিদায় ঘন্টার। কোথায়, কিভাবে কিংবা কোন সময়ে আমাদের জীবনে আগমন ঘটবে মৃত্যুর আমরা কেউ জানি না। জানি যতক্ষণ বেঁচে আছি,যতক্ষণ এ পৃথিবীতে আছি সবকিছু আমাদের হাতের এই মুঠোয় ভরা আছে।
আমাদের হাতেই এটা যে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ বা ততদিন কি কাজ করে যাবো এই পৃথিবীতে! ভালো ব্যবহার করবো নাকি খারাপ করবো , যুদ্ধ করবো নাকি শান্তিতে বসবাস করবো , কাউকে কথা দিয়ে কষ্ট দিবো নাকি কাউকে একটুখানি সাহায্য করে দিনশেষে পরম আনন্দ নিয়ে ঘুমিয়ে যাবো। হাসিখুশি থাকবো নাকি দুঃখের সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যাবো এক নিমিষেই! মৃত্যুর আগেই কি মরে যাবো নাকি পৃথিবীতে প্রতিটি মূহুর্ত যা আমাদেরকে আমাদের সৃষ্টি কর্তা ধার দিয়েছেন সুন্দর করে সেই মূহূর্তে দুঃখ সুখের আবেশ মিশিয়ে জীবনকে উপভোগ করে যাবো দুচোখ বন্ধ হবার আগ পর্যন্ত। থাকুক না সব ঝড় ঝঞ্ঝা আর অসহনীয়তা জীবনে , মৃত্যুর আগেই না মরে বরং বিদ্যুৎ এর তীব্র ঝলকানিতে যেমন পুরো আকাশ জুড়ে হাসির জোয়ার চলে আমরাও হিসাব নিকাশ বন্ধ করে নিজেকে একটু সময় দেই আর ভালো থাকতে শিখি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য 😊।
Sunday, 12 December 2021
Subscribe to:
Post Comments (Atom)
পরশু
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
-
উড়বার মতো কোনো পাখনা বা ডানা মহান আল্লাহ তা'য়ালা মানুষকে দেন নি ঠিক ই , কিন্তু এই মানব জাতিকে দিয়েছেন বুদ্ধি মত্তা ,জ্ঞান অর্জন করার ...
-
মৃত্যুর আগেই এই পৃথিবীতে যখন আত্মার মৃত্যু ঘটে , মানবিকতার মৃত্যু ঘটে ঠিক তখন এই জোৎস্না রাতের স্পষ্ট আলো কেমন ফিকে লাগে। ঘোর অন্ধকার মনে হয...
-
#পৃথিবীর_ইস্টিশনে_রাতের_ট্রেন আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন, কবিতার লাইনগুলো আপনাকে আত্মিক শান্তি দেয় কিংবা ধরুন কবিতা আপনার জীবনের আনন্...

No comments:
Post a Comment