"অমুক তোমার থেকে বেশি সুন্দর!
অমুক তোমার থেকে পড়াশোনায় বেশী ভালো!
অমুক তোমার থেকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে!
অমুক তোমার থেকে ভালো বিষয়ে পড়ে!"
এই অমুক আমাদের জীবনের আশেপাশে অবস্থানরত কোনো ব্যক্তি । যার সাথে আমাদের প্রতিনিয়ত তুলনা চলতেই থাকে।আমরা আমাদের নিজস্ব অস্তিত্বের সংকটে রাত দিন ভুগতে থাকি শুধুমাত্র এই অমুক আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে তাই। পৃথিবীতে প্রতিটি ব্যক্তি স্বত্তার যে আলাদা সৌন্দর্য আছে তা খুব কম মানুষই দেখতে পায় । আমারা কখনো কখনো এতো মানুষের ভীড়ে নিজেকে ও দেখতে পারি না, নিজের সৌন্দর্যকে কখনো দেখতে পারি না। আর যদি নিজের মধ্যে অল্প কিছু খুঁজেও পাই ভালো কিছু ,তা হয় অন্যের সাথে তুলনা করে কাটিয়ে দেই ,না হয় অন্য কেউ আমাদের সাথে তুলনা করে কাটিয়ে দেয় ।এই দ্বিধাবোধে নিজেকে আর ভালোবাসা হয়ে উঠে না কখনো, না দেখা হয় নিজের বাইরের রুপ না দেখ নিজের আত্নিক সৌন্দর্য।
খোঁজা হয় না নিজস্ব ভালো লাগা কিসে আমাদের? অন্যের চোখের স্বপ্ন গুলো নিজের স্বপ্ন হয়ে পৃথিবীতে হাহাকার করে বেড়ায় , সেগুলো শুকনো ফুলের মতো ঝরে পড়ার পর টের পাওয়া যায় যে, সেগুলো আসলে কোনোদিন আমাদের স্বপ্ন ই ছিলো না। আমরা অন্যের চোখের আলোয় আলোকিত হতে গিয়ে নিজেকে অন্ধকারে ঠেলে দেই। হারিয়ে যাই অতল গহ্বরে ধীরে ধীরে।
তাই নিজস্বতা আর স্বকীয়তা নিয়ে যতো দিন বেঁচে আছি ততক্ষণ না হয় থাকি এই পৃথিবীতে,দেখি না হয় ছোট কিছু স্বপ্ন কিন্তু সেগুলো হোক একান্তই ব্যক্তিগত। নিজেকে না হয় অন্যের চোখের আলোতে না দেখে, এবার নিজের চোখে অবলোকন করি। নিজেকে এবার আয়নার সামনে দাঁড়িয়ে একটু বলি তুমি ভিতরে বাইরে সুন্দর সব দিকে। তোমার তুলনা শুধু তুমি!
যাতে স্বপ্ন ভাঙ্গার পর আর না মনে হয় এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো বোঝা ছিলো । যাতে কারো সাথে তুলনা না করে কাঁচের আয়না ভেঙে ফেলতে না হয় কোনোদিন!
২৩.১২.২০২১
|||নিশাত আনজুম|||

No comments:
Post a Comment