Saturday, 4 December 2021




মাঝে মাঝে মনে হয় আমি এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ গুলোর একজন এই আমি । হয়তো তাই আমি.......।
আমার মৃত্যু ঘটুক খুব অনাকাঙ্ক্ষিত ভাবে, সড়ক দুর্ঘটনায়।হয়ে যাক আমার লাশ ছিন্ন ভিন্ন।
যেভাবে মৃত্যু হয় কাউকে খুন করলে ,তার পর অপরাধী হিসেবে ফাঁসি হয় ঠিক সেই ভাবে হোক আমার মৃত্যু। পৃথিবীতে করা সব পাপ ধুয়ে মুছে যাক।
আমার মৃত্যু ঘটুক , কোনো অন্ধকার বন্ধ করে দম বন্ধ হয়ে যাতে আমি অন্ধ হয়ে যাই আলোর দিশা না দেখতে পেয়ে একটু একটু করে! আমার মৃত্যু ঘটুক ঠিক, তোমাদের পরিচিত সব মানুষের সামনে, আমার নিথর চোখ দিয়ে আমি এই পৃথিবীতে আমার সব কিছু মুছে দিয়ে নির্মম এক মৃত্যু কামনা করি আমার!

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...