Thursday, 2 December 2021
আমাদের শিক্ষা জীবনের প্রতিটি ধাপে ধাপে আমরা অনেক মানুষ এর সাথে মিশি। স্কুলে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের জীবনে আগমন ঘটে নানা ধরনের মানুষ এর। সব জায়গায় আমাদের কাছের কিছু বন্ধু হয়। ছোটবেলার প্রিয় বন্ধু গুলো যখন হুট করে অন্য স্কুলে চলে যায় বাহ অন্য কোনো শহরে তখন হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের সাথে একটা সময় ।আবার কলেজ এ পড়া বন্ধু বান্ধবী বা বিশ্ববিদ্যালয় শেষ করার পর ও হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক এর সাথে। সময় যায় সময়ের মতোই তার নিজস্ব গতিতে ।আর আমরা ও অনেক ব্যস্ত থাকি আমাদের নিয়ে ।কিন্তু দিন শেষে ঠিক সেই হারিয়ে যাওয়াবন্ধু বা বান্ধবীর কথা একটু করে যখন মনে পড়ে তখন ঐ মানুষেটার সাথে দেখা বা না কথা ছাড়াও শুধুমাত্র জমানো স্মৃতির মাধ্যমে এই একটা অদ্ভুত সংযোগ সৃষ্টি হয়! স্মৃতি রোমন্থন করার এই সংযোগের অপর প্রান্তে কোনো খবর কখনোই পৌঁছে না , কিন্তু কি অদ্ভুত একটা সংযোগ নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকে আজীবন।
Subscribe to:
Post Comments (Atom)
পরশু
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
-
উড়বার মতো কোনো পাখনা বা ডানা মহান আল্লাহ তা'য়ালা মানুষকে দেন নি ঠিক ই , কিন্তু এই মানব জাতিকে দিয়েছেন বুদ্ধি মত্তা ,জ্ঞান অর্জন করার ...
-
মৃত্যুর আগেই এই পৃথিবীতে যখন আত্মার মৃত্যু ঘটে , মানবিকতার মৃত্যু ঘটে ঠিক তখন এই জোৎস্না রাতের স্পষ্ট আলো কেমন ফিকে লাগে। ঘোর অন্ধকার মনে হয...
-
#পৃথিবীর_ইস্টিশনে_রাতের_ট্রেন আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন, কবিতার লাইনগুলো আপনাকে আত্মিক শান্তি দেয় কিংবা ধরুন কবিতা আপনার জীবনের আনন্...

No comments:
Post a Comment