যদি কখনো চুপচাপ বসে থাকো
কোটি মানুষের ভীড়ে
নিজেকে মনে হয় ,এই পৃথিবীতে
নিছক এক কল্পনায় রয়েছো ঘিরে।
তবে ধরে নিতে পারো তুমি আছো এক
শুণ্যতার শেষ স্তরে।
তুমি আছো আলাস্কার সেই খানে
যেখানে দিন রাত্রি একসাথে খেলা করে।
যদি মন খারাপ থাকলে চাঁদকে মনে হয়
নিত্য সঙ্গী আর জোছনাকে মনে হয়
অন্তরের আলো,
তাহলে অসীমের পথে যাত্রা শুরু
রাত্রি যত ই হোক না ঘুটঘুটে
থাকুক অমাবস্যা কিংবা আঁধার-কালো।
যদি সন্ধ্যা নামলেই তুমি আনমনে শোনো
বৃষ্টি নামার গান
আনন্দের বাণী শুনতে
এই পৃথিবী তোমাকেই করবে আহ্বান।
যদি চুপচাপ দাঁড়িয়ে থেকে
পাও শুণ্যতার স্বাদ।
যদি মন খারাপের দিনগুলোতে
তুমি আকাশের মেঘ হয়ে উড়ে বেড়াও।
যদি সন্ধ্যা নামার শেষ প্রহরে অপেক্ষা
এসে ভর করে তোমার জীবনে
তবে হেসে উড়িয়ে দিয়ো সব শুণ্যতাকে
সব কিছুর অবসান হবে একদিন
শুণ্যতার বসবাস কি হৃদয়ে থাকবে
আদৌ চিরদিন!

No comments:
Post a Comment