Sunday, 28 November 2021

হিসাব!

আমরা প্রতিনিয়ত টাকা পয়সার হিসাব করতেই থাকি । আমাদের দৈনন্দিন জীবনে এই টাকা গুরুত্ব অনেক বেশি। এই মাসের খরচটাকে কিভাবে চলবে , বাবা তার প্রতি মাসের মাইনে পেয়েই হিসেব করে ফেলে। আবার আমরা এটাও হিসেব করতে থাকি , পরীক্ষায় কত নাম্বার পেতে পারি। হিসেব মেলাই , এই মাসে টিউশনির টাকাটা হাতে পেলেই ,হয়তো বা ডিপার্টমেন্টের ট্যুরে যাওয়া হবে ।
কত শত হিসাব করে চলি প্রতিদিন কিন্তু একটা জায়গায় আমরা হিসেব করি না কখনো কেনো জানি। কারণ হয়তো বা এখানে কোনো লাভ লোকসান গুনতে হয় না আমাদের।
একজন মানুষের সাথে যখন কথা বলি তখন আমরা হিসেব করে কথা বলি না কখনো। আমার কথা কাউকে কষ্ট দিচ্ছে কিন্তু তাও ভেবে দেখি না কখনো ।কারণ এখানে আমার বা আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি হয় না দেখা দৃষ্টমান। কিন্তু আপনার মুখ থেকে বের হওয়া আজেবাজে প্রতিটি কথা আপনি হিসেব না করলেও , আপনার কিংবা আমার বিপরীতে থাকা মানুষের জীবনে কষ্টের একটা পরদ সৃষ্টি করে।
তাই টাকা খরচ করার মত কথা খরচ করার একটা পদ্ধতি থাকলে হয়তো আপনি ভাবতেন দ্বিতীয়বার হিসেবে কি গন্ডগোল হলো না তো !


Friday, 26 November 2021

রঙিন ডানা!!

উড়বার মতো কোনো পাখনা বা ডানা মহান আল্লাহ তা'য়ালা মানুষকে দেন নি ঠিক ই , কিন্তু এই মানব জাতিকে দিয়েছেন বুদ্ধি মত্তা ,জ্ঞান অর্জন করার হাজার হাজার পন্থা। সেই বুদ্ধি মত্তা কাজে লাগিয়ে মানুষ একসময় অনেক পরিশ্রম করে ঐ নীল আকাশে উড়ার স্বপ্ন পূরণ করে উড়োজাহাজ বানিয়ে অবশেষে। কিন্তু এছাড়াও পৃথিবীতে কিছু মানুষ উড়ছে সারাক্ষণ হয়তোবা সারাবেলা জুড়েই। অদ্ভুত লাগলো তো! এটা কিভাবে সম্ভব? হ্যা এটা সম্ভব যদি আপনি কখনো একজন এমন মানুষ হয়ে থাকেন যে প্রতিনিয়ত স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্নের আবার পাখা আছে নাকি! কিন্তু অবাক হলেও কিছু মানুষ উড়ছে সেই স্বপ্নের জগতে রঙিন পাখা মেলে প্রজাপতির মতো ডানা মেলে। যে মানুষটা হাওয়ায় ভাসছে প্রজাপতি হয়ে ,সুবিস্তৃত পাখনা মেলে আপনি হয়তো তাঁকে চেনেন।সেই মানুষটি আপনার পাশেই বসা কিন্তু তার অদৃশ্য পাখনা আপনার চোখে পড়ে না হয়তো কখনো। স্বপ্নের ভেতর বুঁদ বুঁদ সৃষ্টি হলে সেখানে যেনো একটা মোহের আবেশ জেগে উঠে। রঙচটা এই পৃথিবীতে হাসির রহস্য উদঘাটন হয়না কখনোই এই স্বপ্ন দেখা মানুষ গুলোর। কারণ এরা উড়ছে সারাক্ষণ রঙিন পাখা মেলে ,কে জানে একদিন হয়তো স্বপ্ন ধরা দিবে আর সেগুলো ছুঁয়ে দেখার সৌভাগ্য হবে বাস্তবতার জগতে।


Tuesday, 23 November 2021

জীবনে সব কিছুই হয়তো আসবে একটা সময় কিন্তু তখন এই ছোট ছোট শখগুলো আগের মতো থাকবে না। 
বন্ধুর কাছে থেকে পাওয়া দুঃখগুলো হয়তো মনে থাকবে , কিন্তু অপরিচিত কোনো মানুষের সাথে কোনোদিন কথা না বলেও ,না শুনেও মনে থাকবে সেই মানুষগুলোর কথা ! জীবন আশ্চর্য রকম লীলা খেলা দেখায়। চোখের জ্বলে যে চোখ দুটো হয়তো কষ্টের স্রোতে ভেসে একাকার হয়ে গেছে, একদিন হয়তো সেখানে মরুভূমির সৃষ্টি হবে। 
খিলখিল করে হেসে উঠা শব্দগুলো একদিন বড্ড বেমানান মনে হতে থাকবে। আনমনে হয়তো বা আগের মতো বৃষ্টি আসুক কামনা করা হবে না। শীত -গ্ৰীষ্ণ-বর্ষার আগমন জীবনে কোনো প্রভাব পড়বে না। নিস্তব্ধতা তখন জীবনের বড় সঙ্গী হবে । আবেগের গল্প গুলো একটা পুরনো ডায়রীতে লেখনী হয়ে জমে থাকবে , আর এভাবেই বছরের পর বছর চলে যাবে এভাবেই!


Saturday, 20 November 2021





কারো মনে আসে সুখ .....এক অদ্ভুত সুখ ।হয়ত পরীক্ষাতে ভালো ফলাফল করার আনন্দ, হয়তো মায়ের জন্য জমানো টাকায় ছোট্ট একটা উপহার কিনে দেওয়া কিংবা রাত জেগে প্রিয় লেখকের একটা বই একদমে শেষ করে ফেলা । কেউ আবার পা ভেঙ্গে ঘরে বসেও পায় অদ্ভুত সুখের আবেশ কারণ খেলায় তার দল যে জয়ী হয়ে মাঠ ছেড়েছে, কারো আবার পকেটে নাই টাকা কিন্তু সেও ভীষণ সুখী , কারণ একলা হাঁটার এই রাস্তা জুড়েই তো গড়ে উঠেছে তার অন্য এক পৃথিবী! 

কারো মনে ভালোবাসা....এই যেনো নানা রঙের ভালোবাসা। বাবার জন্য সাদা পাঞ্জাবিতে রঙ তুলির আঁচড়ে প্রকাশ পায় ভালোবাসা,আবার বন্ধুর সঙ্গে বহুদিন পর দেখা হলেও জেগে উঠে এই অদ্ভুত ভালোবাসা। রাত বিরাতে কারো আবার ঘুম হয়না কাউকে ভালোবাসার অদ্ভুত রহস্যময় ঘোরের কারণেই। কেউ আবার রেস্টুরেন্টে না খেয়ে পাঁচ টাকার চায়ের কাপে চুমুক দিতে দিতেই ভালোবাসার স্বাদ খুঁজে পায়! 

কারো মনে বিচ্ছেদের দীর্ঘশ্বাস..... ছোট্ট জীবনে হাসির বদলে এখানে সবাই হতাশ! প্রিয় ভাইয়ের অকাল মৃত্যুতে যে বিচ্ছেদের ছোঁয়া তা আবার বন্ধুর দেওয়া ধোঁকার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। ভরসা আর আশার সংমিশ্রণ ঘটিয়ে শেষ মুহূর্তে সম্পর্কের অবসান ঘটানোর বিচ্ছেদের যে জ্বালা তা জলন্ত অগ্নিকুন্ডের মতো ছাই করে দেয় চারপাশ । সব জায়গায় শুধুমাত্র মিল একটাই সবাই শুধু দীর্ঘশ্বাস ফেলে আর বলে উপর ওয়ালা হয় খতম করো এই কষ্টের পথ, না হয় মুক্তি দাও আমাকে এবার ! 

কারো মনে একাকীত্ব...... ঘোর একাকীত্বের মূর্ছনা চারিদিকে বহমান। হাজার হাজার মানুষের ভীড়েও যখন কোনো হাসি আর আনন্দ টানে না কাউকে, নিজের স্বকীয়তায় কাউকে পাওয়া যায় না খুঁজে ঠিক তখন মানুষ একাকীত্বের সাথে বসবাস করে।কেউ কেউ একাকীত্ব দূর করতে সাময়িক অতিথি পাখির মতো কিছু ঘর খোঁজে পায় ঠিকই কিন্তু কেউ কেউ একাকীত্ব বিলাস করে রোজ যেভাবে সবাই জোৎস্না স্নাত রাত কিংবা নভেম্বর মাসের শীত মৌসুমে এক পশলা বৃষ্টি বিলাস করে!


নিজেকে আশেপাশের মানুষ এর চোখে বারবার নিজেকে একটা নিম্নস্তরে দেখতে দেখতে আমি ক্লান্ত। আমি ক্লান্ত নিজেকে প্রমাণ করতে করতে। আমি একটু ভালোবাসার আশায় সব কিছু উজাড় করে দেওয়া মানুষ, দিনশেষে সহানুভূতি ও পাই না কারো কাছ থেকে।
দিন যায় ,মাস যায়, বছর যায়।কত রকম মানুষ আসে জীবনের ধাপে ধাপে। কেউ হাত বাড়িয়ে দেয় ,কেউ দূরে সরে যায়। তন্মধ্যে উল্লেখযোগ্যভাবে দিনশেষে সেইসব মানুষদের প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে, যারা দিনশেষে হাত বাড়িয়ে মনের মধ্যে একটা নিজস্বতা সৃষ্টি করে আর ভরসা সৃষ্টি করে ,একটা সময়ে সুন্দর করে বিনা দ্বিধায় জীবন থেকে প্রস্থান নেয়।এতোটাই অচেনা হয়ে যায় যে, খুব কাছে থেকে ও মনে হয় এরা পালিয়ে গেছে বহুদূর। তাদের জীবনে কখনো কোনো সমস্যা হয় না কিন্তু যে মানুষটা হাসিমুখে বাঁচতে শিখেছিলো, সে আর কখনো হাসতে জানে না , কাউকে ভরসা করতে জানে না। কখনো লিখতে পারে না নতুন গান, চুরমার হয়ে যায় তার পৃথিবী কারণ সে তো ঘৃণা করতে জানে না!

Friday, 19 November 2021

এলোমেলো কথা সমগ্ৰ ....


মোহ মায়ার চাদরে জড়িয়ে থাকি সারাক্ষণ
পুরোনো স্মৃতি রোমন্থন করি নিয়মমাফিক
নিত্য নতুন খবরগুলোর সাথে প্রতিদিন ।
অসময়ে কোথা থেকে যেনো এক আওয়াজ শুনি
আর নিজেকে বাস্তবতার মুখোমুখি রেখে
আবার সংঘর্ষে জড়িয়ে পড়ি।
আনমনে বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে
চোখ বন্ধ করে হাত বাড়িয়ে ভাবি
সম্পর্ক ছুটে গেলে , পুরাতন স্মৃতি গুলো ও
মূল্যহীন হয়ে উপচে পড়ে
জীবনের প্রতিটি গোধূলিময় বিকেল বেলায় ।

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...