Friday, 19 November 2021

এলোমেলো কথা সমগ্ৰ ....


মোহ মায়ার চাদরে জড়িয়ে থাকি সারাক্ষণ
পুরোনো স্মৃতি রোমন্থন করি নিয়মমাফিক
নিত্য নতুন খবরগুলোর সাথে প্রতিদিন ।
অসময়ে কোথা থেকে যেনো এক আওয়াজ শুনি
আর নিজেকে বাস্তবতার মুখোমুখি রেখে
আবার সংঘর্ষে জড়িয়ে পড়ি।
আনমনে বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে
চোখ বন্ধ করে হাত বাড়িয়ে ভাবি
সম্পর্ক ছুটে গেলে , পুরাতন স্মৃতি গুলো ও
মূল্যহীন হয়ে উপচে পড়ে
জীবনের প্রতিটি গোধূলিময় বিকেল বেলায় ।

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...