Tuesday, 23 November 2021

জীবনে সব কিছুই হয়তো আসবে একটা সময় কিন্তু তখন এই ছোট ছোট শখগুলো আগের মতো থাকবে না। 
বন্ধুর কাছে থেকে পাওয়া দুঃখগুলো হয়তো মনে থাকবে , কিন্তু অপরিচিত কোনো মানুষের সাথে কোনোদিন কথা না বলেও ,না শুনেও মনে থাকবে সেই মানুষগুলোর কথা ! জীবন আশ্চর্য রকম লীলা খেলা দেখায়। চোখের জ্বলে যে চোখ দুটো হয়তো কষ্টের স্রোতে ভেসে একাকার হয়ে গেছে, একদিন হয়তো সেখানে মরুভূমির সৃষ্টি হবে। 
খিলখিল করে হেসে উঠা শব্দগুলো একদিন বড্ড বেমানান মনে হতে থাকবে। আনমনে হয়তো বা আগের মতো বৃষ্টি আসুক কামনা করা হবে না। শীত -গ্ৰীষ্ণ-বর্ষার আগমন জীবনে কোনো প্রভাব পড়বে না। নিস্তব্ধতা তখন জীবনের বড় সঙ্গী হবে । আবেগের গল্প গুলো একটা পুরনো ডায়রীতে লেখনী হয়ে জমে থাকবে , আর এভাবেই বছরের পর বছর চলে যাবে এভাবেই!


No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...