Saturday, 20 November 2021


নিজেকে আশেপাশের মানুষ এর চোখে বারবার নিজেকে একটা নিম্নস্তরে দেখতে দেখতে আমি ক্লান্ত। আমি ক্লান্ত নিজেকে প্রমাণ করতে করতে। আমি একটু ভালোবাসার আশায় সব কিছু উজাড় করে দেওয়া মানুষ, দিনশেষে সহানুভূতি ও পাই না কারো কাছ থেকে।
দিন যায় ,মাস যায়, বছর যায়।কত রকম মানুষ আসে জীবনের ধাপে ধাপে। কেউ হাত বাড়িয়ে দেয় ,কেউ দূরে সরে যায়। তন্মধ্যে উল্লেখযোগ্যভাবে দিনশেষে সেইসব মানুষদের প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে, যারা দিনশেষে হাত বাড়িয়ে মনের মধ্যে একটা নিজস্বতা সৃষ্টি করে আর ভরসা সৃষ্টি করে ,একটা সময়ে সুন্দর করে বিনা দ্বিধায় জীবন থেকে প্রস্থান নেয়।এতোটাই অচেনা হয়ে যায় যে, খুব কাছে থেকে ও মনে হয় এরা পালিয়ে গেছে বহুদূর। তাদের জীবনে কখনো কোনো সমস্যা হয় না কিন্তু যে মানুষটা হাসিমুখে বাঁচতে শিখেছিলো, সে আর কখনো হাসতে জানে না , কাউকে ভরসা করতে জানে না। কখনো লিখতে পারে না নতুন গান, চুরমার হয়ে যায় তার পৃথিবী কারণ সে তো ঘৃণা করতে জানে না!

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...