Sunday, 28 November 2021

হিসাব!

আমরা প্রতিনিয়ত টাকা পয়সার হিসাব করতেই থাকি । আমাদের দৈনন্দিন জীবনে এই টাকা গুরুত্ব অনেক বেশি। এই মাসের খরচটাকে কিভাবে চলবে , বাবা তার প্রতি মাসের মাইনে পেয়েই হিসেব করে ফেলে। আবার আমরা এটাও হিসেব করতে থাকি , পরীক্ষায় কত নাম্বার পেতে পারি। হিসেব মেলাই , এই মাসে টিউশনির টাকাটা হাতে পেলেই ,হয়তো বা ডিপার্টমেন্টের ট্যুরে যাওয়া হবে ।
কত শত হিসাব করে চলি প্রতিদিন কিন্তু একটা জায়গায় আমরা হিসেব করি না কখনো কেনো জানি। কারণ হয়তো বা এখানে কোনো লাভ লোকসান গুনতে হয় না আমাদের।
একজন মানুষের সাথে যখন কথা বলি তখন আমরা হিসেব করে কথা বলি না কখনো। আমার কথা কাউকে কষ্ট দিচ্ছে কিন্তু তাও ভেবে দেখি না কখনো ।কারণ এখানে আমার বা আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি হয় না দেখা দৃষ্টমান। কিন্তু আপনার মুখ থেকে বের হওয়া আজেবাজে প্রতিটি কথা আপনি হিসেব না করলেও , আপনার কিংবা আমার বিপরীতে থাকা মানুষের জীবনে কষ্টের একটা পরদ সৃষ্টি করে।
তাই টাকা খরচ করার মত কথা খরচ করার একটা পদ্ধতি থাকলে হয়তো আপনি ভাবতেন দ্বিতীয়বার হিসেবে কি গন্ডগোল হলো না তো !


No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...