মাঝে মাঝে নিজের মস্তিষ্ককে একটা ছোট্ট পৃথিবী মনে হতে থাকে , কখনো একটা ছোট্ট কুটির মনে হয়, কখনো আবার মনে হয় একটা জ্বলন্ত কয়লা খনি। দিন রাত চিন্তার যে অবিরত একটা খনন চলছে , সেখানে কখনো মনে হয় হাতুড়ি মারছে কেউ, আবার কখনো কোথাও শাবল চালিয়ে বড় বড় কোপ দিচ্ছে চারপাশে এমন লাগে। নিজের চিন্তাগুলো কখনো স্থির থাকে না। সমুদ্রের তরঙ্গের সৃষ্টি হয় যেভাবে ঠিক সেভাবেই চলতে থাকে এক অনুরণন ।
চিন্তার বহিঃপ্রকাশ ঘটে কখনো, কখনো আবার ঘটে না। কখনো চিন্তা ভাবনা গুলো স্বপ্নের রুপ ধারণ করে। কখনো চিন্তা গুলো সবার দরজার ধাক্কা দেয় , কেউ কেউ খুলে দেখে কে সেখানে দাঁড়িয়ে! কেউ কখনো খুলেই দেখে না।
আমার চিন্তা গুলো ছড়িয়ে পরে বিচ্ছিন্ন হয়ে আর আমাকে কখনো সুখ দেয় , কখনো কষ্ট দেয় । কখনো আমার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে এরা আমাকে পৃথিবীতে ভালো থাকতে শেখায় আবার কখনো আমাকে ডুবিয়ে দেয় এক অমাবস্যার ঘোরে । তখন আমি একলা বসে থাকি , মস্তিষ্কের এই চিন্তা গুলো নিয়ে আর হাওয়ার গর্জন শুনি ঠিক মধ্যেরাতে ।
Sunday, 24 April 2022
Saturday, 16 April 2022
অশ্রু
মাঝে মাঝে যখন অশ্রুরা চোখের এক কোণে
তড়িৎ গতিতে ছুটে বের হয়ে আসতে চায়
এক সমুদ্র সমান দুঃসংবাদ নিয়ে
এক পাহাড় সমান দুঃখ নিয়ে
তখন নিজেকে যাযাবর মনে হয়।
নিজের স্বকীয়তার উপর নিয়ন্ত্রণ
হারিয়ে ফেলি যেনো , রাজপথে চলা
ব্রেকফেল করা বাসের মতো
ঘৃণা হয় নিজের উপর
আশার সঞ্চার ধীরে ধীরে মিশে যায়
গোধূলির লাল সীমারেখায়।
আর আমি অশ্রুদের পাহাড়া দেই
অনেক কড়া নিরাপত্তা দেই
যাতে যত ই ঢেউ আসুক ছুটে
ওদের উন্মোচন যাতে না হয় কভু।
আমি জানি , অশ্রুর সাগরে আমি তলিয়ে যাবো
কিন্তু আমি বেঁচে যাবো....
আর আমি বেঁচে গিয়েও ,মরে যাবো বারংবার।
তড়িৎ গতিতে ছুটে বের হয়ে আসতে চায়
এক সমুদ্র সমান দুঃসংবাদ নিয়ে
এক পাহাড় সমান দুঃখ নিয়ে
তখন নিজেকে যাযাবর মনে হয়।
নিজের স্বকীয়তার উপর নিয়ন্ত্রণ
হারিয়ে ফেলি যেনো , রাজপথে চলা
ব্রেকফেল করা বাসের মতো
ঘৃণা হয় নিজের উপর
আশার সঞ্চার ধীরে ধীরে মিশে যায়
গোধূলির লাল সীমারেখায়।
আর আমি অশ্রুদের পাহাড়া দেই
অনেক কড়া নিরাপত্তা দেই
যাতে যত ই ঢেউ আসুক ছুটে
ওদের উন্মোচন যাতে না হয় কভু।
আমি জানি , অশ্রুর সাগরে আমি তলিয়ে যাবো
কিন্তু আমি বেঁচে যাবো....
আর আমি বেঁচে গিয়েও ,মরে যাবো বারংবার।
Thursday, 7 April 2022
ধূসর পৃথিবী
পৃথিবীটা ধূসর বিবর্ণ রঙের হয়ে যাচ্ছে
ধীরে ধীরে,
অবশ্য এটা কি আমার চোখের সমস্যা কিনা
তাহা বলতে পারবো না!
তবে রঙের এই পৃথিবীতে
সব কিছু এখন আমার ধূসর মনে হয়।
মানুষগুলো এই পৃথিবীতে, ধূলায় আস্তরিত
এদের মনগুলো মাকড়সার জালে আটকা
আর আমি সেসব ধূলাবালি রোজ
পরিষ্কার করলেও , এগুলো বাতাসের সাথে
উড়ে উড়ে চলে আসে আমার আস্তানায়।
আমি ধূসর রঙের ক্যানভাসে অ্যাক্রেলিক
রঙের ব্যবহার করে ,একটা রঙিন পৃথিবীর
ছবি আঁকার প্রচেষ্টা অব্যাহত রাখলেও
ছবিটা ধূসর রঙের ক্যানভাসে
যেনো আমি নিজেই ধূসর বিবর্ণ হয়ে যাই কেমন!
তাই আমার আর রঙ্গিন ছবি আঁকা হয়ে উঠে না।
Sunday, 3 April 2022
Friday, 1 April 2022
প্রিয়জন
আমাদের মানুষের মধ্যে একটা সহজাত প্রবণতা কাজ করে খুব । সেটা হলো আমরা চাই আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের খুব ভালোবাসুক , আমাদের স্নেহ করুক । আমরা অনেক চেষ্টা করি কিন্তু এই স্নেহ ,মায়া ,মমতা কিংবা ভালোবাসা পেতে গেলেও একটা তাকদীরের ছোঁয়া লাগে জীবনে ।এমনেই আমাদের স্বভাব এটা যে , আমরা আমাদের নিজেদের অবস্থান নিয়ে সহজেই সন্তুষ্ট হতে পারিনা । কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মানসিক অশান্তি ও আমাদের কাছে বড় লাগতে থাকে তা যখন শুধুমাত্র আমাদের সাথেই ঘটে।
পরিবার থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা চাই আমাদের একটা অবস্থান থাকুক , আমাদের কেউ স্নেহ করুক ,আমরাও প্রিয় হয়ে উঠি। শুধুমাত্র চারপাশের মানুষের প্রিয় হবার জন্য কিংবা তাদেরকে খুশি করার জন্যে কতকিছু রোজ করি আমরা ! কিন্তু দিনশেষে তবু ও আমরা কারো প্রিয় মানুষগুলোর অন্তর্ভূক্ত হতে পারিনা। আসলে জবরদস্তি করে মানুষ এর জীবন জুড়ে জায়গা দখল করলে কি লাভ হয় ! কিছু কিছু জায়গায় আমাদের জন্য নির্ধারিত থাকে । সেগুলো জোর করে না , আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় ,আবার কিছু কিছু জায়গা আমরা পেতে চাই , আমাদের মন চায় এই মানুষগুলো আমাদের সাথে থাকুক ।
কিন্তু পৃথিবীতে সব জায়গা টাকা পয়সা দিয়ে কেনা গেলেও মানুষের মনের ভেতরে যে জায়গা তা কেনা সামর্থ্য আমাদের হাতে থাকে না। এই পৃথিবীতে মানুষদের প্রিয়জনদের দলে অন্তর্ভুক্ত হবার ক্ষমতাও সবার থাকে না। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জায়গায় গিয়ে স্নেহ ,মমতা , শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে যায় তারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী।
Subscribe to:
Comments (Atom)
পরশু
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
-
উড়বার মতো কোনো পাখনা বা ডানা মহান আল্লাহ তা'য়ালা মানুষকে দেন নি ঠিক ই , কিন্তু এই মানব জাতিকে দিয়েছেন বুদ্ধি মত্তা ,জ্ঞান অর্জন করার ...
-
মৃত্যুর আগেই এই পৃথিবীতে যখন আত্মার মৃত্যু ঘটে , মানবিকতার মৃত্যু ঘটে ঠিক তখন এই জোৎস্না রাতের স্পষ্ট আলো কেমন ফিকে লাগে। ঘোর অন্ধকার মনে হয...
-
#পৃথিবীর_ইস্টিশনে_রাতের_ট্রেন আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন, কবিতার লাইনগুলো আপনাকে আত্মিক শান্তি দেয় কিংবা ধরুন কবিতা আপনার জীবনের আনন্...





