Thursday, 7 April 2022

ধূসর পৃথিবী

পৃথিবীটা ধূসর বিবর্ণ রঙের হয়ে যাচ্ছে
ধীরে ধীরে,
অবশ্য এটা কি আমার চোখের সমস্যা কিনা
তাহা বলতে পারবো না!
তবে রঙের এই পৃথিবীতে
সব কিছু এখন আমার ধূসর মনে হয়।
মানুষগুলো এই পৃথিবীতে, ধূলায় আস্তরিত
এদের মনগুলো মাকড়সার জালে আটকা
আর আমি সেসব ধূলাবালি রোজ
পরিষ্কার করলেও , এগুলো বাতাসের সাথে
উড়ে উড়ে চলে আসে আমার আস্তানায়।
আমি ধূসর রঙের ক্যানভাসে অ্যাক্রেলিক
রঙের ব্যবহার করে ,একটা রঙিন পৃথিবীর
ছবি আঁকার প্রচেষ্টা অব্যাহত রাখলেও
ছবিটা ধূসর রঙের ক্যানভাসে
যেনো আমি নিজেই ধূসর বিবর্ণ হয়ে যাই কেমন!
তাই আমার আর রঙ্গিন ছবি আঁকা হয়ে উঠে না।


No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...