পরিবার থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা চাই আমাদের একটা অবস্থান থাকুক , আমাদের কেউ স্নেহ করুক ,আমরাও প্রিয় হয়ে উঠি। শুধুমাত্র চারপাশের মানুষের প্রিয় হবার জন্য কিংবা তাদেরকে খুশি করার জন্যে কতকিছু রোজ করি আমরা ! কিন্তু দিনশেষে তবু ও আমরা কারো প্রিয় মানুষগুলোর অন্তর্ভূক্ত হতে পারিনা। আসলে জবরদস্তি করে মানুষ এর জীবন জুড়ে জায়গা দখল করলে কি লাভ হয় ! কিছু কিছু জায়গায় আমাদের জন্য নির্ধারিত থাকে । সেগুলো জোর করে না , আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় ,আবার কিছু কিছু জায়গা আমরা পেতে চাই , আমাদের মন চায় এই মানুষগুলো আমাদের সাথে থাকুক ।
কিন্তু পৃথিবীতে সব জায়গা টাকা পয়সা দিয়ে কেনা গেলেও মানুষের মনের ভেতরে যে জায়গা তা কেনা সামর্থ্য আমাদের হাতে থাকে না। এই পৃথিবীতে মানুষদের প্রিয়জনদের দলে অন্তর্ভুক্ত হবার ক্ষমতাও সবার থাকে না। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জায়গায় গিয়ে স্নেহ ,মমতা , শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে যায় তারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী।

No comments:
Post a Comment