Saturday, 16 April 2022

অশ্রু

মাঝে মাঝে যখন অশ্রুরা চোখের এক কোণে
তড়িৎ গতিতে ছুটে বের হয়ে আসতে চায়
এক সমুদ্র সমান দুঃসংবাদ নিয়ে
এক পাহাড় সমান দুঃখ নিয়ে
তখন নিজেকে যাযাবর মনে হয়।
নিজের স্বকীয়তার উপর নিয়ন্ত্রণ
হারিয়ে ফেলি যেনো , রাজপথে চলা
ব্রেকফেল করা বাসের মতো
ঘৃণা হয় নিজের উপর
আশার সঞ্চার ধীরে ধীরে মিশে যায়
গোধূলির লাল সীমারেখায়।
আর আমি অশ্রুদের পাহাড়া দেই
অনেক কড়া নিরাপত্তা দেই
যাতে যত ই ঢেউ আসুক ছুটে
ওদের উন্মোচন যাতে না হয় কভু।
আমি জানি , অশ্রুর সাগরে আমি তলিয়ে যাবো
কিন্তু আমি বেঁচে যাবো....
আর আমি বেঁচে গিয়েও ,মরে যাবো বারংবার।
    

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...