Sunday, 24 April 2022

চিন্তাভাবনা

মাঝে মাঝে নিজের মস্তিষ্ককে একটা ছোট্ট পৃথিবী মনে হতে থাকে , কখনো একটা ছোট্ট কুটির মনে হয়, কখনো আবার মনে হয় একটা জ্বলন্ত কয়লা খনি। দিন রাত চিন্তার যে অবিরত একটা খনন চলছে , সেখানে কখনো মনে হয় হাতুড়ি মারছে কেউ, আবার কখনো কোথাও শাবল চালিয়ে বড় বড় কোপ দিচ্ছে চারপাশে এমন লাগে। নিজের চিন্তাগুলো কখনো স্থির থাকে না। সমুদ্রের তরঙ্গের সৃষ্টি হয় যেভাবে ঠিক সেভাবেই চলতে থাকে এক অনুরণন ।
চিন্তার বহিঃপ্রকাশ ঘটে কখনো, কখনো আবার ঘটে না। কখনো চিন্তা ভাবনা গুলো স্বপ্নের রুপ ধারণ করে। কখনো চিন্তা গুলো সবার দরজার ধাক্কা দেয় , কেউ কেউ খুলে দেখে কে সেখানে দাঁড়িয়ে! কেউ কখনো খুলেই দেখে না।
আমার চিন্তা গুলো ছড়িয়ে পরে বিচ্ছিন্ন হয়ে আর আমাকে কখনো সুখ দেয় , কখনো কষ্ট দেয় । কখনো আমার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে এরা আমাকে পৃথিবীতে ভালো থাকতে শেখায় আবার কখনো আমাকে ডুবিয়ে দেয় এক অমাবস্যার ঘোরে । তখন আমি একলা বসে থাকি , মস্তিষ্কের এই চিন্তা গুলো নিয়ে আর হাওয়ার গর্জন শুনি ঠিক  মধ্যেরাতে ।


No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...