মাঝে মাঝে নিজের মস্তিষ্ককে একটা ছোট্ট পৃথিবী মনে হতে থাকে , কখনো একটা ছোট্ট কুটির মনে হয়, কখনো আবার মনে হয় একটা জ্বলন্ত কয়লা খনি। দিন রাত চিন্তার যে অবিরত একটা খনন চলছে , সেখানে কখনো মনে হয় হাতুড়ি মারছে কেউ, আবার কখনো কোথাও শাবল চালিয়ে বড় বড় কোপ দিচ্ছে চারপাশে এমন লাগে। নিজের চিন্তাগুলো কখনো স্থির থাকে না। সমুদ্রের তরঙ্গের সৃষ্টি হয় যেভাবে ঠিক সেভাবেই চলতে থাকে এক অনুরণন ।
চিন্তার বহিঃপ্রকাশ ঘটে কখনো, কখনো আবার ঘটে না। কখনো চিন্তা ভাবনা গুলো স্বপ্নের রুপ ধারণ করে। কখনো চিন্তা গুলো সবার দরজার ধাক্কা দেয় , কেউ কেউ খুলে দেখে কে সেখানে দাঁড়িয়ে! কেউ কখনো খুলেই দেখে না।
আমার চিন্তা গুলো ছড়িয়ে পরে বিচ্ছিন্ন হয়ে আর আমাকে কখনো সুখ দেয় , কখনো কষ্ট দেয় । কখনো আমার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে এরা আমাকে পৃথিবীতে ভালো থাকতে শেখায় আবার কখনো আমাকে ডুবিয়ে দেয় এক অমাবস্যার ঘোরে । তখন আমি একলা বসে থাকি , মস্তিষ্কের এই চিন্তা গুলো নিয়ে আর হাওয়ার গর্জন শুনি ঠিক মধ্যেরাতে ।
Sunday, 24 April 2022
Subscribe to:
Post Comments (Atom)
পরশু
খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...
-
উড়বার মতো কোনো পাখনা বা ডানা মহান আল্লাহ তা'য়ালা মানুষকে দেন নি ঠিক ই , কিন্তু এই মানব জাতিকে দিয়েছেন বুদ্ধি মত্তা ,জ্ঞান অর্জন করার ...
-
মৃত্যুর আগেই এই পৃথিবীতে যখন আত্মার মৃত্যু ঘটে , মানবিকতার মৃত্যু ঘটে ঠিক তখন এই জোৎস্না রাতের স্পষ্ট আলো কেমন ফিকে লাগে। ঘোর অন্ধকার মনে হয...
-
#পৃথিবীর_ইস্টিশনে_রাতের_ট্রেন আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন, কবিতার লাইনগুলো আপনাকে আত্মিক শান্তি দেয় কিংবা ধরুন কবিতা আপনার জীবনের আনন্...

No comments:
Post a Comment