এই শহরের বুকে নানা রঙের আলো জ্বলজ্বল করে সারারাত জুড়ে। সন্ধ্যা নামার সাথে সাথেই এই শহরের অন্ধকারে ডুবে থাকা নানা রঙের মানুষ চলাফেরা শুরু করে।প্রতিটা মানুষের মধ্যে এই ,এক একটা বাতি জ্বলছে আর নিভছে সব সময়। উঁচু উঁচু অট্টালিকায় ঠাসা এই শহরের মানুষগুলো অসম্ভব ব্যস্ত। কোনো কিছুর ফুসরত নেই তাদের যেনো দু দন্ড জিরিয়ে নেওয়ার।
যেসব মানুষের মাথার উপর সবুজ বাতি জ্বলছে এরা মূলত সুখী মানুষ ধরা যায়।আড্ডা চলছে চায়ের দোকানে, রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে। নতুন গাড়িটা কেনা হলো, এইতো আজ লাখ টাকার আংটিটা উপহার পাওয়া গেলো কিংবা বউ এর সাথে সমুদ্র সৈকতে সূর্য উদয় হতে দেখে সবাই খুশী অসম্ভব।সবাই কিন্তু ব্যস্ত।কোনো সময় নেই ,তাও ছড়িয়ে পড়ছে সবার সুখের খবর এই নীল শহরের জ্বলজ্বল করা লাল , হলুদ,সুবজ বাতিময় এই শহরের অলিগলিতে।
এই নীলরঙা শহরের আনাচে কানাচে আরো অসংখ্য মানুষ বাস করে কিন্তু তাদের মাথার উপর সবুজ বাতি জ্বলে না। তুলনামূলক এরা নিষ্প্রাণ নগরীতে ধোঁয়ার মতো উড়ে যায় এক পলকেই এমন যেনো। এদের কে সুখী নাকি দুঃখী কোন কাতারে ফালানো যায় তা বোঝা যায় না আপাতত দৃষ্টিতে।এরা অন্ধকারকে আপন ভাবে ।এরা সন্ধ্যা নামার অপেক্ষা করে।
প্রকৃতপক্ষে এরা তাদের সামনে জ্বলজ্বল করা মানুষকে দেখে আর ভাবে নানা কিছু। তবে কখনো হারিয়ে যায় না। এরা কখনোই হাসতেও ভুলে যায় না। এরা আকাঙ্ক্ষার পারদ আর টিমটিমে আলোর মতো মনের কোণে আশা নিয়ে পড়ে থাকে এই ভেবে আপন শক্তিতে জ্বলে উঠবে একদিন আর নীল এই শহরটায় একদিন হবে সাতরঙা রঙধনু।

No comments:
Post a Comment