Saturday, 22 January 2022


আমাদের জীবনে আমরা আমাদের সাথে ঘটে যাওয়া ভালো মুহূর্তগুলো স্মরণ করি না বললেই চলে। আমরা সময় পেলেই স্মরণ করতে থাকি যত খারাপ কিছু ঘটে গেছে খারাপ কিংবা যা আমাদের সাথে এখনো খারাপ ই ঘটছে সেইটুকু। আমরা ছোট ছোট ঘটনার পরিপ্রেক্ষিতে বড় খুশিকে হর হামেশাই যেতে দেই । আমরা যদি চোখ বন্ধ করেও আমাদের সাথে ঘটে যাওয়া ভালো মুহূর্তগুলো একবার করেও ভাবতাম তাহলে হয়তো এতো ঘৃণা বিদ্বেষ কিংবা হিংসা ঝগড়া বিবাদ হতো না।
সহসা ক্ষমা করতে পারতাম।অথচ এই খারাপ কিছু নিজের সাথে যখন ঘটে যায় তা আমরা মানুষ জাতি,দিনের পর দিন ধরে রাখি যত্ম করে নিজস্ব আলমারিতে। আলমারিতে হয়তোবা ভালো মুহূর্তগুলোর ভীড়ে খারাপ কিছুর জায়গা হতো না সহসা। কিন্তু ঘটনা ঘটে উল্টো! খারাপ কিছুর ভীড়ে ভালো স্মৃতি, ভালো সময়, ভালো সম্পর্কগুলোতে মরীচা পড়ে,আর জং ধরে যায় ধীরে ধীরে।আর এই জং একবার ধরে গেলে সব কিছু হারিয়ে যায় , শুধু সাথে বহন করে বেড়াতে হয় আকাঙ্ক্ষিত মূহুর্তের গল্পগুলো।

No comments:

Post a Comment

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...