খটখটে শব্দে চালিয়ে যাচ্ছিলাম
পেঁয়াজ-কাঁচামরিচ কুচি করতে ,
কোনো এক দুপুরবেলা।
তুমি হয়তো ক্লান্ত শ্রান্ত পথিক
ঢাকা শহরের বিরক্তকর ট্র্যাফিকের
মাঝেও ,থেমে নেই তোমার ছুটে চলা।
আমি হয়তো সন্ধ্যা নাগাদ হুটহাট
লোডশেডিং এ আলো জ্বালাই ,
তুমি হয়তো এলিয়ে দিয়ে শরীরটাকে
দিনের সমস্ত ক্লান্তি, প্রশস্ত রুমের
ছোট বিছানাতে নিয়ে শুয়ে পড়ো।
আমি ভীষণ ব্যস্ত মানুষ
অবসর মিলে না আমার !
তুমিও দুদন্ড শ্বাস নিতে পারো না
ব্যস্ত রিপোর্ট আর প্রজেক্ট জমা দেওয়ায়।
আমি বৃষ্টি হলে ,আকাশ পানে চেয়েও
গৃহে ফিরে আসি
যেনো অন্ধকারে শুণ্য হয়ে
তোমার তরে ভাসি।
তুমি রাত জাগা পাখি ,
ভেবেছিলে আমায় সেই কবে?
আকাশ দেখো ঠিক মধ্যেরাতের সাথে
চাঁদটা তোমায় উঁকি দিয়ে
শাসিয়ে যায় অগোচরে।
আকাশে রক্তিম চাঁদ উঠেছে
তুমি মধ্যে রাতে ঘুম বিসর্জন দিয়ে
বাঁকা চাঁদ দেখো আজ ও।
আমি ফাল্গুনের প্রথম দিন
আজ ও হলুদ সাজে সাজি।
জানো,
আমাদের দৈনন্দিন সকল কাজ ই চলছে
তুমি ব্যস্ত ছিলে, ব্যস্ত আছো
আমার ও ক্ষণিকের ছুটি নেই
কোনো কিছু থেকেই জেনো।
আমি প্রতিদিনই নতুন নতুন পদ রান্না করছি
তুমি টাইপ করছো তোমরা ঐ আইপ্যাডে রোজ!
কিন্তু আমাদের একটা জিনিস গেছে থেমে
কথার পিঠে কথা ফুরিয়ে গেছে
হাসির আওয়াজ হারিয়ে গেছে।
হয়তোবা কোনো এক অমাবস্যায়
নতুবা কোনো নতুন স্বপ্নের খোঁজে।



