Friday, 26 November 2021

রঙিন ডানা!!

উড়বার মতো কোনো পাখনা বা ডানা মহান আল্লাহ তা'য়ালা মানুষকে দেন নি ঠিক ই , কিন্তু এই মানব জাতিকে দিয়েছেন বুদ্ধি মত্তা ,জ্ঞান অর্জন করার হাজার হাজার পন্থা। সেই বুদ্ধি মত্তা কাজে লাগিয়ে মানুষ একসময় অনেক পরিশ্রম করে ঐ নীল আকাশে উড়ার স্বপ্ন পূরণ করে উড়োজাহাজ বানিয়ে অবশেষে। কিন্তু এছাড়াও পৃথিবীতে কিছু মানুষ উড়ছে সারাক্ষণ হয়তোবা সারাবেলা জুড়েই। অদ্ভুত লাগলো তো! এটা কিভাবে সম্ভব? হ্যা এটা সম্ভব যদি আপনি কখনো একজন এমন মানুষ হয়ে থাকেন যে প্রতিনিয়ত স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্নের আবার পাখা আছে নাকি! কিন্তু অবাক হলেও কিছু মানুষ উড়ছে সেই স্বপ্নের জগতে রঙিন পাখা মেলে প্রজাপতির মতো ডানা মেলে। যে মানুষটা হাওয়ায় ভাসছে প্রজাপতি হয়ে ,সুবিস্তৃত পাখনা মেলে আপনি হয়তো তাঁকে চেনেন।সেই মানুষটি আপনার পাশেই বসা কিন্তু তার অদৃশ্য পাখনা আপনার চোখে পড়ে না হয়তো কখনো। স্বপ্নের ভেতর বুঁদ বুঁদ সৃষ্টি হলে সেখানে যেনো একটা মোহের আবেশ জেগে উঠে। রঙচটা এই পৃথিবীতে হাসির রহস্য উদঘাটন হয়না কখনোই এই স্বপ্ন দেখা মানুষ গুলোর। কারণ এরা উড়ছে সারাক্ষণ রঙিন পাখা মেলে ,কে জানে একদিন হয়তো স্বপ্ন ধরা দিবে আর সেগুলো ছুঁয়ে দেখার সৌভাগ্য হবে বাস্তবতার জগতে।


2 comments:

  1. এই রঙিন ডানার মানুষের সংখ্যা সমাজে যত বেশি হবে ততই সমাজের মঙ্গল।

    ReplyDelete
  2. হ্যা যারা সমাজের জন্য ভালো স্বপ্ন দেখবে প্রতিনিয়ত 😍

    ReplyDelete

পরশু

খুব করে প্ল্যান করলাম পরশু সকালে যাবো শিউলি ফুল কুড়াতে , ঠিক আমার উল্টো পাশের বাসায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি রোজ যাবো যাবো করে আর যাওয...