"ঠিক আমি যখন বন্ধুদের সকল কথোপকথনের আড্ডায় বসি ,অনেকটাই বেমানান হয়ে যায় আমার সবকিছু। মোহর মতো কিছুই টানে না আমায়। আমি বড্ড সেকেলে এবং বেমানান সকল আড্ডায়। সবার আশেপাশের বিষয় গুলো যখন নিতান্ত সাধারণ লাগে ,আমি তখন বিষয়গুলোর গুরুত্বপূর্ণ অনুধাবন করতে বসি বিধায় সিরিয়াস তকমা জোটে আমার দলে। আমি বড্ড বেমানান আসলে সব কিছু তে।
আমি ক্ষুদ্র চোখে আকাশ জুড়ে মেঘ দেখিবার মানুষ,
স্বপ্ন দেখি রাত্রি দুপুর
আমি বেমানান,আমার যেনো অনেক অনেক দোষ!
হয় এই পৃথিবীতে আমি বেমানান, না হয় বেমানান এই পৃথিবীর সবাই আমার জন্য।
বেমনান নয় শুধু আমার মন ,
বেখাপ্পা শরীর , মুখভরা ব্রণ , অসুস্থ শরীর সব কিছু বেখাপ্পা আর বেমানান বড় এই পৃথিবীতে
আমি যার অপমান এর গ্লানি টানে রোজ।"

No comments:
Post a Comment